ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে দেশসেরা শুটার আবদুল্লাহ হেল বাকিকে ছাড়াই জাকার্তায় গেছে বাংলাদেশ দল। অসুস্থতার কারণে জাকার্তায় চলমান আইএসএসএফ (আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশন) গ্রাঁ প্রিঁতে অংশ নিতে পারেননি বাকি। তবে এই ইভেন্টে বাংলাদেশের অন্য দুই শুটার শোভন চৌধুরী ও রাব্বি হাসান শুভসূচনা করেছেন টুর্নামেন্টে।
বাছাইপর্ব পেরিয়ে আজ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন শোভন চৌধুরী ও রাব্বি হাসান। বাছাইপর্বে ৬৫৪ পয়েন্টের মধ্যে ৬২০.৮ স্কোর করেছেন শোভন, রাব্বি হাসান স্কোর করেছেন ৬২০.৩ পয়েন্ট।
বাছাইয়ে নেওয়া ছয় সেট শটে শোভন করেছেন যথাক্রমে ১০৪.৭, ১০২.৯, ১০৩.৪, ১০৪.৪, ১০৩.০, ১০২.৪। আর রাব্বি হাসানের বাছাইয়ের স্কোর ছিল ১০২.৪, ১০৩.৯, ১০৩.৩, ১০৪.২, ১০২.৯ ও ১০৩.৬।
বাছাইপর্বে ৬২৫.৯ পয়েন্ট পেয়ে শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছেন থাইল্যান্ডের নাপিস টরটাংপানিক। ছেলেদের এ ইভেন্টের সেমিফাইনাল ও ফাইনাল হবে আগামীকাল।
আন্তর্জাতিক শুটিংয়ে অভিজ্ঞ শোভন অবশ্য নিজের ক্যারিয়ারের সেরা স্কোরটি আজ করতে পারেননি। এর আগে ২০১৬ সালে মিউনিখে বিশ্বকাপ শুটিংয়ের বাছাইয়ে করেছিলেন ৬২১.০ পয়েন্ট।
ওই বছর রিও ডি জেনিরোর বিশ্বকাপ শুটিংয়ে ৬২০.৭ পয়েন্ট করেন শোভন। আন্তর্জাতিক শুটিংয়ে অবশ্য শোভনের সেরা সাফল্য ছয় বছর আগে, ২০১৬ গুয়াহাটি এসএ গেমসে। সেবার ভারতের গুয়াহাটিতে রুপা জেতেন তিনি।
ছয় বছর পর আবারও ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে অংশ নিয়ে উচ্ছ্বসিত শোভন চৌধুরী। সর্বশেষ ইরানে অনুষ্ঠিত এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে এই ইভেন্টে অংশ নেন ২০১৬ সালে। এরপর আজ অংশ নেন আইএসএসএফ গ্র্যাঁ প্রিঁতে।
সেমিফাইনালে ওঠার পর জাকার্তা থেকে মুঠোফোনে শোভন বলছিলেন, ‘১০ মিটার আমার কাছে সব সময় বিশেষ কিছু। যদিও সাবেক কোচ ক্লাভস ক্রিস্টিয়েনসেনের পরামর্শে ৫০ মিটার রাইফেলে নিয়মিত অংশ নিচ্ছিলাম। এবার এখানে এসে ভালো করেছি। আশা করি আগামীকাল আমার সেরাটা দিয়ে দেশের জন্য পদক জিতব।’
রাব্বি হাসানও আন্তর্জাতিক অঙ্গনে নিজের সেরা স্কোর টপকে যেতে পারেননি আজ। তিনি গত বছর নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিশ্বকাপ শুটিংয়ে করেন ৬২৪.৭। ওটাই ছিল রাব্বির ক্যারিয়ার–সেরা স্কোর।
আগামীকাল রয়েছে বাংলাদেশের আরও দুটি ইভেন্ট। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইপর্বে অংশ নেবেন সৈয়দা আতকিয়া হাসান, নাফিসা তাবাসসুম ও সাজিদা হক।
এরপর ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে অংশ নেবেন শাকিল আহমেদ, পিয়াস হোসেন ও আবদুর রাজ্জাক। আগামী পরশু রয়েছে মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলের বাছাই। এই ইভেন্টে অংশ নেবেন আনজিলা আমজাদ, তুরিং দেওয়ান ও আরদিনা ফেরদৌস।