এবার ডব্লুডব্লুই থেকে ব্রেই ওয়্যাটের বিদায়
জনপ্রিয় রেসলার ব্রেই ওয়্যাটের (আসল নাম উইন্ডহাম রোটুন্ডা) সঙ্গে চুক্তি বাতিল করেছে বিশ্বখ্যাত রেসলিং প্রতিষ্ঠান ‘ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লুডব্লুই)’।
এক দশক ধরে প্রতিষ্ঠানটির অন্যতম গুরুত্বপূর্ণ রেসলার ছিলেন তিনি। জন সিনা, র্যান্ডি অরটন, আন্ডারটেকারের মতো তারকাদের সঙ্গে রেসলম্যানিয়ায় ম্যাচও খেলেছেন।
গত রেসলম্যানিয়ায় র্যান্ডি অরটনের সঙ্গে ম্যাচটার পর ডব্লুডব্লুইতে আর দেখা যায়নি ব্রেই ওয়্যাটকে, যাঁকে গত বছর দুয়েক ‘দ্য ফিন্ড’ চরিত্রে দেখা যাচ্ছিল। সে ম্যাচে একরকম অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছিলেন তিনি।
এবার পাকাপাকিভাবে তাঁকে না দেখতে পাওয়ার ব্যবস্থা করে দিল বিশ্বখ্যাত রেসলিং প্রতিষ্ঠানটি। আনুষ্ঠানিক বিবৃতিতে ডব্লুডব্লুই জানিয়েছে, ‘ব্রেই ওয়্যাটের চুক্তি বাতিল করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে ডব্লুডব্লুই। ভবিষ্যতের জন্য শুভকামনা তাঁকে।’
বিখ্যাত রেসলিং বিষয়ক সাংবাদিক ডেভ মেলৎজার জানিয়েছেন, আর্থিক দিক বিবেচনা করেই ওয়্যাটকে বিদায় জানিয়েছে ডব্লুডব্লুই। চলতি আগস্টে আবারও ফিরে আসার পরিকল্পনা করছিলেন ওয়্যাট। ২০০৯ সাল থেকে ডব্লুডব্লুইর সঙ্গে ছিলেন ৩৪ বছর বয়সী এই তারকা। তাঁর বাবা মাইক রোটুন্ডা ও নানা রবার্ট উইন্ডহাম (ব্ল্যাকজ্যাক মুলিগান) দুজনই ডব্লুডব্লুইর সাবেক রেসলার ছিলেন। ২০০৯ সালে ডব্লুডব্লুইর সঙ্গে চুক্তি সই করার পর কিছুদিন হাস্কি হ্যারিস নামে দেখা গিয়েছিল তাঁকে।
২০১৩ সালে এই চরিত্র বাদ দিয়ে ‘ব্রেই ওয়্যাট’ নামে দর্শকদের সামনে আসা শুরু করেন। এই চরিত্রেই দর্শকদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় তিনি। ‘ওয়্যাট ফ্যামিলি’ নামের এক রেসলিং গ্রুপের নেতা হিসেবে দেখা গিয়েছে তাঁকে, যে গ্রুপে ছিলেন ব্রন স্ট্রোম্যান, লুক হার্পার ও এরিক রোয়ানের মতো তারকারা। বাকি তিনজনকে আগেই ডব্লুডব্লুই বিদায় করে দিয়েছিল, এবার বিদায় করল সেই গ্রুপের নেতাকেও।
নিজের চরিত্রকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার জন্য বেশ কিছু উদ্ভাবনী পরিকল্পনা গ্রহণ করেছিলেন ওয়্যাট, অতিপ্রাকৃত চরিত্র ‘দ্য ফিন্ড’ ছিল যার প্রমাণ। ‘দ্য ফিন্ড’ রূপে তিনি ফিন ব্যালর, সেথ রলিন্স, গোল্ডবার্গ, জন সিনা, র্যান্ডি অরটনের সঙ্গে লড়েছেন রিংয়ে। কিংবদন্তি রেসলার মিক ফোলি ওয়্যাটের এই উদ্ভাবনী ক্ষমতারই প্রশংসা করেছেন তাঁর ছাঁটাইয়ের খবর পাওয়ার পর, ‘ওয়্যাটের ছাঁটাইয়ের মাধ্যমে প্রতিষ্ঠানটি একজন সৃষ্টিশীল ও দূরদর্শী মনের মানুষকে হারাল। পেশাদার রেসলিং তাঁর মতো উদ্ভাবনী মস্তিষ্কের সৃষ্টিশীল কাউকে কখনো দেখেনি। আশা করব রেসলিং রিং ও জীবন, উভয় ক্ষেত্রেই ও নিজেকে ফিরে পাবে।’
প্রতিষ্ঠানের হয়ে একবার ডব্লুডব্লুই চ্যাম্পিয়ন, দুবার ইউনিভার্সাল চ্যাম্পিয়ন, দুবার দলগত ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছেন ওয়্যাট।