অলিম্পিকের ব্রোঞ্জজয়ী ভারতকে রুখে দিয়ে ঢাকায় এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি শুরু করেছে দক্ষিণ কোরিয়া। আজ মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দুই গোলে পিছিয়ে পড়েও ভারতের সঙ্গে ২–২ গোলে ড্র করেছে কোরিয়া।
টোকিও অলিম্পিকের পর এই প্রথম খেলতে নেমেছিল ভারত। শুরুটা হয় চমৎকার। ম্যাচের চতুর্থ মিনিটেই ললিত উপাধ্যায়ের গোলে এগিয়ে যায় ভারত। ১৮ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে স্কোরলাইন ২–০ করেন দলের সহ অধিনায়ক হারমানপ্রীত সিং।
দুই গোলে পিছিয়ে পড়ে কোরিয়া ম্যাচে ফেরে দারুণভাবে। ভারতের ওপর চাপ তৈরি করে ৪১ মিনিটে জংগিয়ান জ্যাংয়ের গোলে ব্যবধান কমায় তারা। ৪৬ মিনিটে কোরিয়া সমতায় ফেরে সুংগিয়াং কিমের গোলে। এরপর ম্যাচ যত গড়িয়েছে আত্মবিশ্বাসী কোরিয়ানরা ভারতের ওপর চাপ সৃষ্টি করে খেলেছে।
কোরিয়ান গোলরক্ষককেও কৃতিত্ব দিতে হয়। ভারত অনেকগুলো সুযোগ সৃষ্টি করলেন গোলরক্ষকের দৃঢ়তায় তারা গোল পায়নি। শেষ পর্যন্ত গোলরক্ষকই বড় বাধা হয়ে দাঁড়ান তুলনামূলক শক্তিশালী ভারতের সামনে। চ্যাম্পিয়নস ট্রফির সবশেষ আসরে এই দুই দলের খেলা ১–১ গোলে ড্র হয়েছিল।
আগামীকাল বুধবার ভারত নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলবে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে।