জাতীয় হকি দলে দুই জোড়া সহোদর
এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। আগামী ১১-১৮ মার্চ টুর্নামেন্টটি হচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তায়।
এ বছরই মে-জুনে অনুষ্ঠেয় এশিয়া কাপ হকির বাছাইপর্ব হিসেবে বিবেচিত হচ্ছে এ টুর্নামেন্ট। এতে সর্বোচ্চ ১০টি দল (অন্তত ৮টি) খেলার কথা। প্রথম ৩টি দল এশিয়া কাপের মূল পর্বে উঠবে। অতীতের মতো এবারও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই ১২ ফেব্রুয়ারি বিকেএসপিতে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। খেলোয়াড়দের দুই ডোজ করোনার টিকা নেওয়া থাকতে হবে। প্রাথমিক দলে একেবারেই নতুন হিসেবে ডাক পেয়েছেন আবাহনীর গোলকিপার নুরুজ্জামান নয়ন।
বাকি ২৭ খেলোয়াড় গত ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক ক্যাম্পে ছিলেন। তাঁদের মধ্যে জাতীয় দলে কখনো খেলেননি খালেদ মাহমুদ (রাকিন), রাজু আহমেদ (তপু), আবেদ উদ্দিন ও রাজীব দাস। তবে সবাই বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলেছেন।
প্রাথমিক দলে ডাক পেয়েছেন ২ জোড়া সহোদর। তাঁরা হলেন পুরান ঢাকার নাঈম উদ্দিন ও আবেদ উদ্দিন আর রাসেল মাহমুদের (জিমি) ভাই খালেদ মাহমুদ। ডিফেন্ডার খালেদ অতীতে প্রাথমিক দলে ডাক পেলেও মূল দলে সুযোগ পাননি। তবে খেলেছেন অনূর্ধ্ব-২১ জাতীয় দলে। সাম্প্রতিক সময়ে জাতীয় দলের নিয়মিত মুখ নাঈমের ভাই আবেদও মূল দলে সুযোগ পাননি আগে। তিনিও অপেক্ষায় আছেন মূল দলে ঢোকার। তাঁদের আরেক ভাই আফসার উদ্দিন বষয়ভিত্তিক জাতীয় দলে খেলেছেন।
প্রাথমিক দল ঘোষণার পর স্ট্রাইকার রাসেল মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘দুই ভাই একসঙ্গে জাতীয় দলে খেলব, এমন স্বপ্ন অনেক দিন ধরেই দেখছি। আশা করি, এবার আশা পূরণ হবে। আপাতত সেদিকেই তাকিয়ে আছি।’
বাংলাদেশের প্রাথমিক দল
গোলরক্ষক
বিপ্লব কুজুর, আবু সাইদ, অসীম গোপ, নুরুজ্জামান নয়ন
রক্ষণ
খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ, আশরাফুল ইসলাম, সোহানুর রহমান, মেহেদি হাসান, রেজাউল করিম, শফিউল আলম, সারোয়ার মোরশেদ, খালেদ মাহমুদ।
মাঝমাঠ
সারোয়ার হোসেন, রোমান সরকার, নাঈম উদ্দিন, ফজলে হোসেন, প্রিন্স লাল সামন্ত, রাজু আহমেদ, আবেদ উদ্দিন।
আক্রমণভাগ
রাসেল মাহমুদ, মিলন হোসেন, পুস্কর খীসা, আরশাদ হোসেন, দীন ইসলাম, রাকিবুল হাসান, মাহবুব হোসেন ও রাজীব দাস।