জাপানের অর্ধেকের বেশি মানুষ দেখেছেন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান
সব অনিশ্চয়তা কাটিয়ে টোকিও অলিম্পিকের উদ্বোধন হয়েছে ২৩ জুলাই। উদ্বোধনী অনুষ্ঠানের আগপর্যন্ত জাপানের রাজধানী এবং আশপাশের এলাকায় করোনাভাইরাসের বিস্তার চলতে থাকায় অলিম্পিক আয়োজনের বিরোধিতা করা মানুষের সংখ্যা একেবারে কম ছিল না। এঁদের মধ্য কাউকে দেখা গেছে প্ল্যাকার্ড হাতে অলিম্পিক ভিলেজ এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কর্মকর্তাদের অবস্থান করা হোটেলের বাইরে সমবেত হতে। কেউ আবার সংবাদমাধ্যমে দেওয়া বিবৃতিতে জরুরি অবস্থা চলাকালীন অলিম্পিক আবারও পিছিয়ে না দেওয়ায় জাপান সরকারের কঠোর সমালোচনা করেন।
এমনকি উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার আগেও কয়েকটি দলকে দেখা গেছে অনুষ্ঠানে ভেন্যু টোকিওর নতুন জাতীয় ষ্টেডিয়ামের সামনে সমবেত হয়ে বিক্ষোভ দেখাতে। তবে খেলা মাঠে গড়ানোর সঙ্গে সঙ্গে যাবতীয় ক্ষোভ অনেকটা যেন বাষ্প হয়ে মিলিয়ে গেছে। এখন কেউ কেউ বলছেন, অলিম্পিক মানুষের মনে যে জাতীয়তাবাদী চেতনা জাগিয়ে তুলছে, সেই স্রোতে এঁরা সবাই এখন ভেসে গেছেন এবং এঁদের অনেকেই হয়তো ঘরে বসে টেলিভিশনের পর্দায় উপভোগ করছেন ক্রীড়াবিদদের নৈপুণ্য। অন্তত উদ্বোধনী দিনে টেলিভিশন দর্শকের সংখ্যা যেন সেটাই বলছে।
জাপানের নেতৃস্থানীয় টিভি রেটিং এজেন্সি হচ্ছে ভিডিও রিসার্চ লিমিটেড, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত সব রকম অনুষ্ঠানে দর্শকসংখ্যা কী রকম ছিল, সেই হিসাব তারা নিয়মিতভাবে প্রকাশ করে আসছে। ভিডিও রিসার্চের দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানী টোকিও এবং আশপাশের এলাকায় মোট জনসংখ্যার ৫৬ দশমিক ৪ শতাংশ টেলিভিশনে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান দেখেছেন। এই হিসাব হচ্ছে, এর আগে ১৯৬৪ সালে অনুষ্ঠিত টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের আকৃষ্ট করা দর্শক হারের পর সবচেয়ে বেশি।
অন্যদিকে জাপানের নাগরিকদের টেলিভিশনে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান দেখার যে পরিসংখ্যান ভিডিও রিসার্চ দিয়েছে, সেটিও চমকপ্রদ। আনুমানিক হিসাবে বলা হয়েছে, জাপানজুড়ে ৭ কোটি ৩২ লাখ ৭০ হাজার জন এনএইচকে এবং অন্য কয়েকটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত টোকিওর দর্শকশূন্য জাতীয় ষ্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখেছেন। জাপানের মোট জনসংখ্যা আনুমানিক সাড়ে ১২ কোটি। ফলে এই হিসাব বলছে, দেশের মোট জনসংখ্যার ৫৮ শতাংশের বেশি ২৩ জুলাই অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান টেলিভিশনে দেখেছেন।
টোকিওর আশপাশ ঘিরে পূর্ব জাপানের যে কান্ত এলাকা, সেখানে এনএইচকের সরাসরি সম্প্রচার দেখেছেন প্রায় ৪৮ শতাংশ। অন্য সম্প্রচারকদের হিসাব যোগ করলে এই সংখ্যা সহজেই ৫০ শতাংশ অতিক্রম করে যাবে। ১৯৬৪ সালের টোকিও অলিম্পিকের সময় এনএইচকের সরাসরি সম্প্রচার দেখা মানুষের আনুপাতিক হার ছিল সর্বকালের বৃহত্তম ৬১ দশমিক ২ শতাংশ।
অলিম্পিকের সম্প্রচার সেবা কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা জাপানের সংবাদমাধ্যমকে বলেছেন, প্রায় চার ঘণ্টা ধরে চলা সেই অনুষ্ঠানে জাপানে টেলিভিশন দর্শক ছিল একক একটি অনুষ্ঠানের বেলায় গত ১০ বছরে সবচেয়ে বেশি। তিনি আরও উল্লেখ করেন, জাপানের ৮০ শতাংশের বেশি মানুষ ইতিমধ্যে গেমসের অন্তত কোনো না কোনো অংশ দেখেছেন এবং ডিজিটাল প্ল্যাটফর্মে মানুষের সংশ্লিষ্ট থাকার হিসাবও হচ্ছে রেকর্ড পরিমাণ।
উদ্বোধনী অনুষ্ঠানের কোন অংশ সবচেয়ে বেশি দর্শক দেখেছেন, সেই হিসাবও ভিডিও রিসার্চ দিয়েছে। কান্ত অঞ্চলে সবচেয়ে জনপ্রিয় অংশটি ছিল অভিনেত্রী মিকি মায়া এবং ট্যাপ ড্যান্সার কাজুনোরি কুমাগাইয়ের উপস্থাপনা, দর্শক হার তখন ৬১ শতাংশের ওপরে উঠে গিয়েছিল। দর্শক হার এরপর কিছুটা নেমে গেলেও পরবর্তী সময়ে বিভিন্ন দলের অ্যাথলেটরা মাঠে প্রবেশ করতে শুরু করলে টিভি দর্শকের হার আবারও বেড়ে আগের হিসাবের কাছাকাছি চলে আসে। একই সময়ে ওসাকাকেন্দ্রিক কানসাই অঞ্চলে টেলিভিশনের পর্দায় অ্যাথলেটদের মার্চপাস্ট দেখেছেন সবচেয়ে বেশিসংখ্যক দর্শক, যা ৫৪ দশমিক ৬ শতাংশ।
ফলে বলা যায়, অলিম্পিক আয়োজনের বিরোধিতা যাঁরা করেছেন, জাপান সরকার তাঁদের দমাতে না পারলেও অলিম্পিকে মাঠে খেলা শুরু হয়ে যাওয়ার পর দৃশ্যপট পাল্টে গেছে। জাপানে অলিম্পিকের বিরোধিতা এ মুহূর্তে আর সে রকম উচ্চকণ্ঠ নয়। তবে অনেকেই মনে করছেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার ব্যর্থ হলে আবারও তা সরব হয়ে উঠবে। সম্ভবত পরিস্থিতি সেই পথেই যাচ্ছে। রাজধানীতে আজ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৪৮ এবং মারা গেছেন ২ জন। শনাক্ত হওয়ার এই হিসাব এক দিনের সর্বোচ্চ। ফলে অলিম্পিকের সূচনার দিনগুলোর সাফল্যে মুগ্ধ হয়ে হাত গুটিয়ে বসে থাকার সুযোগ জাপানের সরকার বা আয়োজক কমিটির সামনে একেবারেই নেই। দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে না পারলে সামনে বড় সংকট তৈরি হতে পারে।