তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই তা জানিয়ে দেন সবাইকে। বিশেষ কোনো দিবস উদযাপনও করেন সেখানেই। মা দিবসে টেন্ডুলকার–লারা–নেইমারদের পোস্ট করা ছবি দিয়েই এই ফটো ফিচার।