ডব্লুডব্লুই ছেড়ে এইডব্লুতে ড্যানিয়েল ব্রায়ান, অ্যাডাম কোল

অ্যাডাম কোল ও ব্রায়ান ড্যানিয়েলসন ; দুজনই এখন এইডব্লুরছবি : টুইটার

অল এলিট রেসলিং (এইডব্লু)-র মূল লক্ষ্য ছিল এটাই। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রেসলিং (ডব্লুসিডব্লু), টোটাল ননস্টপ অ্যাকশান (টিএনএ), রিং অব অনার, এক্সট্রিম চ্যাম্পিয়নশিপ রেসলিং (ইসিডব্লু) স্থায়ীভাবে যে কাজটা করতে পারেনি, সেটা করে দেখানোর।

কী সেই কাজ? রেসলিং জগতে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লুডব্লুই)-র একাধিপত্য ঘোচানো। সে লক্ষ্যে আজ এইডব্লু যা করে দেখালো, তাতে আলোচনা উঠতেই পারে, রেসলিং দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান হিসেবে ডব্লুডব্লুই-র দিন কী তবে ফুরোতে চলেছে? এইডব্লু'র বিশেষ পে-পার-ভিউ শো 'অল আউট' হয়েছে আজ। সে শো তেই আনুষ্ঠানিকভাবে নতুন এই প্রতিষ্ঠানের রেসলার হিসেবে দেখা গেছে ব্রায়ান ড্যানিয়েলসন (ড্যানিয়েল ব্রায়ান) ও অ্যাডাম কোল (অস্টিন জেনকিনস) কে। কিছুদিন আগেও যারা ডব্লুডব্লুই'র অন্যতম গুরুত্বপূর্ণ রেসলার ছিলেন।

সাবেক ডব্লুডব্লুই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন ড্যানিয়েল ব্রায়ান
ছবি : ডব্লুডব্লুই

ড্যানিয়েলসন তো কয়েক মাস আগেই ডব্লুডব্লুই-র সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী পে-পার-ভিউ রেসলম্যানিয়ার মেইন ইভেন্টে ইউনিভার্সাল হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য রোমান রেইনস আর এজের বিপক্ষে লড়েছিলেন। গত এক দশকে ডব্লুডব্লুই-র অন্যতম শীর্ষ তারকা মানা হয় তাঁকে। ওদিকে র ও স্ম্যাকডাউনের বাইরে ডব্লুডব্লুই-র তৃতীয় ব্র্যান্ড এনএক্সটি-র অন্যতম প্রধান রেসলার ছিলেন অ্যাডাম কোল। সেই ব্র্যান্ডের প্রধান চ্যাম্পিয়ন হিসেবে কাটিয়েছেন ৪০৩ দিন।

কিছুদিন আগেই কোলের সঙ্গে ডব্লুডব্লুই-র চুক্তি শেষ হয়ে যায়। কোলের সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা করা হলেও কোল নিজেই রাজী হননি। ব্যক্তিগত জীবনে কোলের বান্ধবী ব্রিট্যানি বেকার, বন্ধু কেনি ওমেগা (টাইসন স্মিথ), অ্যাডাম পেইজ (স্টিফেন ব্লেক), ম্যাট জ্যাকসন (ম্যাথিউ ম্যাসি), নিক জ্যাকসন (নিকোলাস ম্যাসি) প্রত্যেকেই এখন এইডব্লুতে খেলেন, ফলে নতুন এই প্রতিষ্ঠানে যাওয়ার ইচ্ছেটা হয়তো কোলের মধ্যে ছিলই।

আজ 'অল আউট'-এর মেইন ইভেন্টে এইডব্লু চ্যাম্পিয়নশিপের জন্য ক্রিস্টিয়ান কেইজ (উইলিয়াম জেসন রেসো) কে হারান কেনি ওমেগা। ম্যাচের পরেই এইডব্লুর রিংয়ে অভিষেক হয় ব্রায়ান ড্যানিয়েলসন ও অ্যাডাম কোলের। কিছুদিন আগেই এইডব্লুতে নাম লিখিয়েছেন আরেক কিংবদন্তি সিএম পাঙ্ক (ফিলিপ জ্যাক ব্রুকস)। পাঙ্কের পর এই দুজনের এইডব্লুতে আসা নিঃসন্দেহে ডব্লুডব্লুই-র মাথায় চিন্তার ভাঁজ ফেলবে।

আরও পড়ুন

'অল আউট'-এর অন্যান্য ম্যাচে আজ সিএম পাঙ্ক খেলতে নেমেছিলেন ডার্বি অ্যালিনের সঙ্গে। ২০১৪ সালের জানুয়ারির রয়াল রাম্বলের পর এই প্রথম রেসলিং রিংয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ম্যাচ খেলতে নামলেন পাঙ্ক। সাত বছরে যে তাঁর রেসলিং দক্ষতায় তেমন মরচে পড়েনি, সেটা বোঝা গেছে। অ্যালিনকে হারিয়েছেন তিনি।

ওদিকে জন মক্সলি হারিয়েছেন কিংবদন্তি জাপানি তারকা সাতোশি কোজিমাকে। ক্রিস জেরিকো হারিয়েছেন ম্যাক্সওয়েল জ্যাকব ফ্রিডম্যানকে। ম্যাট ও নিক জ্যাকসনকে হারিয়ে এইডব্লু'র দলগত শিরোপা ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছেন পেন্তা এল জেরো মেদো ও রে ফিনিক্স। নারীদের চ্যাম্পিয়নশিপ ম্যাচে ব্রিট বেকার হারিয়েছেন ক্রিস স্ট্যাটল্যান্ডারকে।

এইডব্লুর একের পর এক চমক ডব্লুডব্লুই এখন কীভাবে সামাল দেয়, সেটাই দেখার বিষয়। আপাতত আগামী স্ম্যাকডাউনে ব্রক লেসনার আসবেন বলে জানা গিয়েছে, একই শো তে লড়বেন সেথ রলিন্স ও এজ।