দ্রুততম মানব হবেন কে?

বোল্টের উত্তরসূরি হবেন কে?ফাইল ছবি

১০০ মিটার স্প্রিন্টের ফাইনালে কে কে লড়বেন, নিশ্চিত হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগে সেমিফাইনালের তিনটি হিট নিশ্চিত করেছে, ফাইনালে কোন আটজন লড়বেন।

বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের মোটামুটি ১০ সেকেন্ড পরই বিশ্ব জানতে পারবে অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ছেলেদের ১০০ মিটার দৌড়ে বিজয়ীর মুকুট উঠছে এই আটজনের মধ্যে কার মাথায়। জানা যাবে, কে হবেন উসাইন বোল্টের উত্তরসূরি।

গত তিন অলিম্পিকে ছেলেদের ১০০ মিটার দৌড়ের একচ্ছত্র অধিপতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন জ্যামাইকান তারকা উসাইন বোল্ট। ২০১৬ সালে রিও অলিম্পিকের পরপরই বোল্ট অবসরে চলে গেছেন। ১০০ মিটারের রাজার সিংহাসনটা তাই খালি আপাতত। টোকিও অলিম্পিক এ কারণেই অনন্য, যে টানা তিনটি অলিম্পিকের পর নতুন একজন ‘দ্রুততম মানব’ পাওয়া যাচ্ছে এখানেই।

সেমিফাইনালের তিন হিটের পর চূড়ান্ত আটজন লড়বেন ফাইনালে। হিটে অঘটনও ঘটেছে বেশ। ২০১২ অলিম্পিকে বোল্টের পেছনে থেকে রুপার পদক জেতা ইয়োহান ব্লেক ফাইনালে ওঠা তো দূর, নিজের হিটেই আটজনের মধ্যে ষষ্ঠ হয়েছেন। কিছুদিন আগেই অলিম্পিক ট্রায়ালে ৯.৮০ সেকেন্ড সময় নেওয়া যুক্তরাষ্ট্রের ট্রেভন ব্রোমেলও সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছেন।


যে আটজন ফাইনালে উঠেছেন, তাঁদের মধ্যে কার সম্ভাবনা আছে দ্রুততম মানব হওয়ার? মতামত জানিয়ে দিন ভোটের মাধ্যমে!