পল্টন শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামের গ্যালারিতে সকাল বেলায় দেখা গেল দর্শকের ভিড়। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে বাংলাদেশের খেলা দেখতে এসেছেন তাঁরা। শেষ পর্যন্ত হাসিমুখেই ফিরেছেন সবাই। আজ টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ। দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ ৫টি লোনা সহ ৫৬-২১ পয়েন্টে হারিয়েছে মালয়েশিয়াকে।
বিশ্ব কাবাডি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান পঞ্চম। মালয়েশিয়া আছে ১৪তম স্থানে। কাবাডি ম্যাটে শক্তির বিচারেও মালয়েশিয়ার চেয়ে এগিয়ে বাংলাদেশ। এর আগে চারবারের মুখোমুখিতে মালয়েশিয়াকে সবকটি ম্যাচেই হারিয়েছিল বাংলাদেশ।
বঙ্গবন্ধু কাপটা বাংলাদেশের জন্য এশিয়ান গেমসের প্রস্তুতিমূলক একটা টুর্নামেন্ট। এ টুর্নামেন্টে বাংলাদেশ কোচ সাজুরাম গায়েত নতুন খেলোয়াড়দের পরখ করে দেখছেন। সেই ধারাবাহিকতায় আজকের ম্যাচে মোহাম্মদ রাজীব, রবিউল আউয়াল, সম্রাট মিয়াদের মতো অনভিজ্ঞ খেলোয়াড়দের ম্যাটে নামিয়ে দেন কোচ। রেইড, অ্যান্টি রেইডে ভালো কোচের আস্থার প্রতিদান দিয়েছেন তাঁরা।
সম্রাট মিয়ার হাত ধরে ম্যাচের প্রথম পয়েন্ট পায় বাংলাদেশ। এরপর সময় যতই গড়িয়েছে বাংলাদেশ ততই চেপে ধরেছে মালয়েশিয়াকে। প্রথমার্ধে ২৬-১৪ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও দাপট দেখায় বাংলাদেশের খেলোয়াড়েরা। ভারতের প্রো-কাবাডিতে খেলার অভিজ্ঞতা নিয়ে আসা বাংলাদেশ অধিনায়ক তুহিন তরফদারের বেশ কিছু রেইড ছিল নজরকাড়া।
ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন মোহাম্মদ রাজীব। ৭ বছরের কাবাডি ক্যারিয়ারে এটি ছিল রাজীবের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ। প্রথমবারের মতো ম্যাচসেরা হয়ে উচ্ছ্বসিত রাজীব, ‘আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথমবার সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়ে খুব ভালো লাগছে। কোচ আমাদের মতো নতুন খেলোয়াড়দের সুযোগ দিয়েছেন, এ জন্য তাঁকে ধন্যবাদ। এ পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে এশিয়ান গেমসের দলে ঢুকতে চাই আমি।’
গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৪৬-১৫ পয়েন্টে হারিয়েছেন তুহিন তরফদারেরা। আগামীকাল নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।