বাংলাদেশের খেলোয়াড়ের পাসপোর্ট নেই, টুর্নামেন্ট শুরুর সময় জানল হকি ফেডারেশন

রকিবুলের পাসপোর্টই নেইছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রথমবার আয়োজিত হচ্ছে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি। দেশের মাটিতে এ আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার স্বপ্ন ছিল জাতীয় হকি দলের ফরোয়ার্ড রকিবুল হাসান জুনিয়রের। কোচ ইমান গোবিনাথান কৃষ্ণমূর্তির ৩২ সদস্যের প্রাথমিক দলে ডাকও পেয়েছিলেন। অনুশীলনে নিজেকে প্রমাণ করায় জায়গাও করে নেন ২০ সদস্যের চূড়ান্ত দলে। এরপর আলাদা করে নজর কাড়েন গত ১২ ডিসেম্বর পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দলের একমাত্র গোলটি করে। ওই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হারে ৩-১ গোলে।

কিন্তু দলের আক্রমণভাগের অন্যতম এ খেলোয়াড় রকিবুলের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। পাসপোর্ট না থাকায় তাঁকে দলের সঙ্গে থাকতে দিচ্ছে না এশিয়ান হকি ফেডারেশন। হকির নিয়ম অনুযায়ী, যে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে হলে প্রত্যেক খেলোয়াড়েরই পাসপোর্ট থাকা বাধ্যতামূলক। টুর্নামেন্টে আদৌ তিনি খেলতে পারবেন কিনা সেটি নিয়ে প্রশ্ন উঠেছে।

খেলোয়াড়ের পাসপোর্টে নেই, এ কথা এতদিন পর জানল হকি ফেডারেশন!
ছবি: প্রথম আলো

হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ জানিয়েছেন, ‘আমরা রকিবুলের পাসপোর্ট করতে এরই মধ্যে উদ্যোগ নিয়েছি। হয়তো ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে তাকে নাও পেতে পারি।’

কিন্তু বাস্তবতা হচ্ছে, এ সপ্তাহে শুধু আগামীকালই কর্মদিবস। এরপর বৃহস্পতিবার বিজয় দিবসের ছুটি। পরে আরও দুই দিন সরকারি ছুটি। সব মিলিয়ে আগামী সপ্তাহের আগে রকিবুলের পাসপোর্টের ব্যবস্থা করা অসম্ভব। এত বড় একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট, অথচ প্রস্তুতি নিয়ে হকি ফেডারেশনের সাংগঠনিক দুর্বলতা প্রকাশ পেল। নাম প্রকাশে অনিচ্ছূক ফেডারেশনের এক কর্মকর্তা ক্ষোভের সঙ্গে বললেন, ‘আন্তর্জাতিক নিয়ম কানুন না জেনে এভাবে দলের খেলোয়াড়দের টিম হোটেলে ওঠানো ঠিক হয়নি। একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের পাসপোর্ট ছাড়া দলের সঙ্গে থাকার অনুমতি কীভাবে দিল হকি ফেডারেশন? এএইচএফ (এশিয়ান হকি ফেডারেশন) কর্মকর্তারা যখন এ ব্যাপারে প্রশ্ন তুলেছে তখনই তাদের টনক নড়েছে। চাইলেও এত দ্রুত ওই খেলোয়াড়ের পাসপোর্ট পাওয়া সম্ভব না।’

আজ প্রথম দিনে ভারত ও দক্ষিণ কোরিয়ার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টুর্নামেন্ট। এরপর সন্ধ্যায় পাকিস্তানের বিপক্ষে খেলবে জাপান। বাংলাদেশ দল তাদের এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করবে আগামীকাল। মওলনা ভাসানী স্টেডিয়ামে বিকেল সাড়ে তিনটায় ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।