তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই তা জানিয়ে দেন সবাইকে। ভক্ত–সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখা অবশ্যই একটা কারণ, তবে সেটাই একমাত্র কারণ নয়। টুইটার–ইনস্টাগ্রামে কার কত ফলোয়ার—এ দিয়েও অনেক সময় তারকামূল্যের বিচার হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের দেওয়া কিছু নির্বাচিত ছবি দিয়েই এই ফটো ফিচার। যাতে ম্যানচেস্টার বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের তাতিয়ে নেওয়ার চেষ্টা রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার করিম বেনজেমার আর আছে চেক প্রজাতন্ত্রের টেনিস তারকা পেত্রা কেভিতোভার মাদ্রিদের প্রতি ভালোবাসাও।
১ / ৬
ইতিহাদে আজ ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগ খেলতে নামার আগে নিজেদের তাতিয়ে নেওয়ার চেষ্টা রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার করিম বেনজেমার। তাই তো ছবিটির ক্যাপশন দিয়েছেন ‘হালা মাদ্রিদ (এগিয়ে যাও মাদ্রিদ)’
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৬
বাসেল ইনডোর টুর্নামেন্ট দিয়ে কোর্টে ফিরবেন রজার ফেদেরার। এমন ঘোষণা দিয়েছেন টুর্নামেন্টটির আয়োজকেরা। ফেদেরারও হয়তো সেই ইঙ্গিতই দিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে এ ছবিটি পোস্ট করে।
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৬
সের্হিও রামোসের এ ছবি শুধুই দেখানদারির জন্য নয়। তাঁর ইনস্টাগ্রামের এ ছবিটিতে প্রতিটি ‘লাইক’ আর কমেন্টের জন্য ইউনিসেফকে এক মার্কিন ডলার করে দেবে প্রতিষ্ঠানটির পার্টনাররা। সেই অর্থ ব্যয় হবে গরিব দেশের শিশুদের টিকা দেওয়ার জন্য
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৬
সমুদ্র ভালোবাসেন তিনি। তাই তো অ্যাডিডাসের সঙ্গে মিলে সমুদ্রের ‘স্বাস্থ্য’ রক্ষায় মনোযোগ রোহিত শর্মার। অ্যাডিডাসের নতুন ডিজাইনের কেডস সামনে নিয়ে বসে সমুদ্র রক্ষার স্লোগানই দিলেন ভারতের ওপেনার। সমুদ্রের সবচেয়ে বড় শত্রু প্লাস্টিক। আর এবারের আইপিএলে রোহিত যত রান করবেন, এর প্রতিটি রানের জন্য মুম্বাইয়ের সৈকত থেকে ১০টি করে প্লাস্টিক বোতল তুলবে অ্যাডিডাস ইন্ডিয়া
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৬
মাদ্রিদ ওপেনে খেলতে এখন স্পেনের রাজধানীতে জাপানের টেনিস তারকা নাওমি ওসাকা। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি না দিলে কি চলে!
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ৬
স্পেনের রাজধানী শহরটাকে বেশ ভালোবাসেন চেক প্রজাতন্ত্রের টেনিস তারকা পেত্রা কেভিতোভা। মাদ্রিদ ওপেনে খেলতে গিয়ে অনুশীলনের এক ফাঁকে তারই জানান দিলেন তিনি।
ছবি: ইনস্টাগ্রাম