তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই তা জানিয়ে দেন সবাইকে। ভক্ত–সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখা অবশ্যই একটা কারণ, তবে সেটাই একমাত্র কারণ নয়। টুইটার–ইনস্টাগ্রামে কার কত ফলোয়ার—এ দিয়েও অনেক সময় তারকামূল্যের বিচার হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের দেওয়া কিছু নির্বাচিত ছবি দিয়েই এই ফটো ফিচার। যাতে ম্যানচেস্টার বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের তাতিয়ে নেওয়ার চেষ্টা রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার করিম বেনজেমার আর আছে চেক প্রজাতন্ত্রের টেনিস তারকা পেত্রা কেভিতোভার মাদ্রিদের প্রতি ভালোবাসাও।
১ / ৬
২ / ৬
৩ / ৬
৪ / ৬
৫ / ৬
৬ / ৬