বোল্টের সিংহাসন নিচ্ছেন কে

১০০ মিটার দৌড়ের মুকুট উঠবে কার মাথায়?ছবি: রয়টার্স

বাংলাদেশ সময় আজ রোববার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের মোটামুটি ১০ সেকেন্ড পরই বিশ্ব জানতে পারবে অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ছেলেদের ১০০ মিটার দৌড়ে বিজয়ীর মুকুট উঠছে কার মাথায়।

এবারের টোকিও অলিম্পিকের ১০০ মিটার দৌড়ের ফল জানতে সবার মধ্যেই একধরনের বিশেষ রোমাঞ্চ কাজ করছে। গত তিনটি অলিম্পিকে ছেলেদের ১০০ মিটার দৌড়ের একচ্ছত্র আধিপত্য নিজের করে নিয়েছিলেন জ্যামাইকান তারকা উসাইন বোল্ট। ২০১৬ সালে রিও অলিম্পিকের পরপরই বোল্ট অবসরে চলে গেছেন। ১০০ মিটারের বাদশাহর সিংহাসনটা আপাতত তাই খালি। টোকিও অলিম্পিক সে কারণেই বিশেষ যে টানা তিনটি অলিম্পিক পর নতুন একজন ‘দ্রুততম মানব’ উপহার পাওয়া যাচ্ছে এখানেই।

ইয়োহান ব্লেক পারবেন জ্যামাইকার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে?
ছবি: রয়টার্স

এবারের দ্রুততম মানবের লড়াইটা যে যথেষ্ট হাড্ডাহাড্ডি, সেটি আঁচ করা যাচ্ছে এরই মধ্যে। ১০০ মিটারের সেমিফাইনাল আর ফাইনালে নজর কেড়েছেন একাধিক স্প্রিন্টার। সবাই নিজ নিজ জায়গা থেকে দারুণ করেছেন, তাই নিশ্চিত করে বলা যাচ্ছে না বোল্টের উত্তরসূরির নাম। আর সে কারণেই এবারের স্প্রিন্ট-লড়াইটা হয়ে উঠছে আরও বেশি আকর্ষণীয়।

গতকাল শনিবার ১০০ মিটারের সেমিফাইনালের আগপর্যন্ত হিট হয়ে গেছে। সেখানে ৯.৯১ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেছেন কানাডার আন্দ্রে দে গ্রাস। উসাইন বোল্ট গত রিও অলিম্পিকে ১০০ মিটার দৌড়ের সোনা জিতেছিলেন ৯.৮০ সেকেন্ড সময় নিয়ে। তাঁর গড়া বিশ্ব রেকর্ড অবশ্য ৯.৫৮ সেকেন্ডের, ২০০৯ সালে বার্লিনে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে যে টাইমিং করেছিলেন তিনি। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে ১০০ মিটার দৌড়ে বোল্ট সোনা জিতেছিলেন ৯.৬৯ সেকেন্ড সময় নিয়ে। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে সেটি ছিল ৯.৬৪। এবার বোল্টের অলিম্পিক রেকর্ড কেউ ভাঙতে পারবেন?

হিটে দারুণ করা কানাডার গ্রাসের দিকে নজর থাকবে সকলেরই।

গ্রাসের দিকে নজর অনেকেরই। কিন্তু টোকিওতে আছেন বোল্টের স্বদেশি ইয়োহান ব্লেক। এই ব্লেক হিটে সময় নিয়েছেন ১০.০৬। জ্যামাইকারও আরেক দৌড়বিদ অবলিক সেভিল সময় নিয়েছেন ১০.০৪। রিও অলিম্পিকে বোল্ট আর ইয়োহান ব্লেকের পরেই দৌড় শেষ করেছিলেন গ্রাসে। এবার হিটে যে টাইমিং করেছেন, তাতে তাঁর ওপর নজর তো থাকবেই। গণমাধ্যমে আলোচনাটা শুরু হয়ে গেছে এরই মধ্যে গ্রাসেকে নিয়ে। অনেকেই তো বোল্ট-পরবর্তী যুগে এই কানাডিয়ান স্প্রিন্টারের মধ্যেই দেখছেন যত সম্ভাবনা।

যুক্তরাষ্ট্রের আশা বাড়াচ্ছেন বেকার
ছবি: রয়টার্স

নজর থাকছে আরও কয়েকজনের ওপর। ইতালির ল্যামন্ট মার্সেলও গতকালের হিটে ভালো করেছেন। তিনি সময় নিয়েছেন ৯.৯৪ সেকেন্ড। নাইজেরিয়ার মোটামুটি অখ্যাত স্প্রিন্টার ইনোখ আদেগোও ৯.৯৮ সেকেন্ড সময় নিয়েছেন। তিনি যদি এবার বাজিমাত করে ফেলেন, তাহলে তো অবাক হওয়ার কিছু থাকবে না। যুক্তরাষ্ট্রের রনি বেকারের কথাও মাথায় রাখতে হবে। অলিম্পিকে আসার আগে ট্রায়ালে যুক্তরাষ্ট্রে বসেই বেকারের টাইমিং ছিল ৯.৮৫ সেকেন্ড। হিটে এসে তিনি করেছেন ১০.০১ সেকেন্ড।

এবার বাজিমাত করতে পারেন ইতালির ল্যামন্ট মার্সেলও।
ছবি: রয়টার্স

নজর থাকবে যুক্তরাষ্ট্রের ট্রেভন ব্রমেলের ওপরেও। কিছুদিন আগেই ৯.৭৭ সেকেন্ড সময় নিয়ে নজরে এসেছেন তিনি। অলিম্পিক ট্রায়ালে সময় নিয়েছেন ৯.৮০ সেকেন্ড।

বোল্টের জায়গা নেওয়ার লড়াইটা তাহলে আজ সন্ধ্যায় ভালোই জমবে—এটা আশা করাই যায়।