রোমানের স্বপ্নযাত্রা শুরু, প্রথম রাউন্ডে হারালেন ব্রিটেনের টম হলকে

আর্চারির রিকার্ভের দ্বিতীয় রাউন্ডে রোমান সানাছবি: রয়টার্স

আন্তর্জাতিক প্রতিযোগিতায় আগেও ছেলেদের রিকার্ভের এককে অনেকবার খেলেছেন রোমান সানা। কিন্তু অলিম্পিকে মঞ্চে এবারই প্রথম ব্যক্তিগত পদকের অভিযানে নেমেছিলেন। সেই স্বপ্নযাত্রার প্রথম ধাপটা ভালোভাবেই পার করেছেন খুলনার যুবক। দ্বিতীয় রাউন্ডে রোমানের প্রতিপক্ষ কানাডার ক্রিসপিন ডুয়েনাস।

আজ টোকিওর ইয়োমেনোসিমা আর্চারি গ্রাউন্ডে প্রথম রাউন্ডে রোমান ৭-৩ সেট পয়েন্টে হারিয়েছেন গ্রেট ব্রিটেনের টম হলকে। খেলা গড়িয়েছে পাঁচ সেটে। যদিও চতুর্থ সেটের তিনটি তিরে বাজে শট খেলে একটু ভয় ধরিয়েই দিয়েছিলেন রোমান।

প্রথম সেটে ৩ শটে রোমান মেরেছেন যথাক্রমে ১০, ১০, ৮ (২৮ পয়েন্ট)। ওদিকে টমও প্রথম সেটের ৩ শটে মেরেছেন যথাক্রমে ৯, ৯, ১০ (২৮)। প্রথম সেটে দুজনই ১ পয়েন্ট ভাগাভাগি করেন। প্রথম সেটে চাপে পড়ে গেলেও ঠিকই দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান রোমান। দ্বিতীয় সেটে মেরেছেন ১০, ৯ ও ৮ (২৭)। আর তৃতীয় সেটে মেরেছেন ১০, ৯, ৮ (২৭)। চতুর্থ সেটে গিয়ে যেন একটু খেই হারিয়ে ফেলেছিলেন তিনি। এই সিরিজে মেরেছেন ৯, ৮, ৮ (২৫)। তবে শেষ পর্যন্ত ফল নিষ্পত্তির সেটে নিজেকে চিনিয়েছেন বেশ ভালোভাবেই। রোমান এই সেটে মেরেছেন যথাক্রমে ৯, ১০ ও ১০ (২৯)। টম দ্বিতীয় সেটে মেরেছেন ৯, ৯, ৭ (২৫)। এরপর তিনি তৃতীয় সেটে মারেন ৮, ৯, ৯ (২৬)। চতুর্থ সেটে টম মেরেছেন ১০, ৭, ১০ (২৭)।

টোকিও অলিম্পিকে রিকার্ভ এককে প্রথম রাউন্ডে ব্রিটেনের আর্চারকে হারিয়েছেন রোমান।
ফাইল ছবি: ওয়ার্ল্ড আর্চারি

২৩ জুলাই মিশ্র ইভেন্টে দিয়া সিদ্দিকীর সঙ্গে জুটি গড়ে প্রথমবার নকআউট পর্বে উঠেছিলেন রোমান। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে শীর্ষ দল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দেখিয়েছিলেন নজরকাড়া পারফরম্যান্স। সেই ধারাবাহিকতা ধরে রাখলেন এককের এলিমিনেশন রাউন্ডে এসেও।

পারফরম্যান্স এবং ক্যারিয়ারের সাফল্যের পরিসংখ্যানে অবশ্য হলের চেয়ে এগিয়ে ছিলেন রোমান। বিশ্ব তালিকায় হলের চেয়ে এগিয়ে বাংলাদেশের তিরন্দাজ । ৩০ বছর বয়সী হল বিশ্বের ৮৭তম। আর ২৬ বছর বয়সী রোমান ২৫তম। হলের ক্যারিয়ারে একটাই পদক, ২০১৮ সালের বিশ্বকাপে জিতেছিলেন ব্রোঞ্জ। সেই তুলনায় রোমানকে একটু অভিজ্ঞ বলাই যায়। এই ইভেন্টে ২০১৪ থাইল্যান্ডে এশিয়ান গ্রাঁ প্রিঁতে, কিরগিজস্তানে ২০১৭ সালের আন্তর্জাতিক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপে ও ফিলিপাইনে ২০১৯ এশিয়া কাপে রোমান জিতেছেন সোনা। এরপর ২০১৯ সালে নেদারল্যান্ডসে বিশ্ব চ্যাম্পিয়নশিপে জেতেন ব্রোঞ্জ। সর্বশেষ গত মে মাসের সাফল্যের স্মৃতি তো এখনো তরতাজা, সুইজারল্যান্ডে বিশ্বকাপ আর্চারির স্টেজ টুয়ে দিয়ার সঙ্গে জুটি গড়ে জেতেন রুপা।

রোমান দ্বিতীয় রাউন্ডে খেলবেন কানাডার প্রতিপক্ষের সঙ্গে
ফাইল ছবি

প্রতিপক্ষ নিয়ে অবশ্য মোটেও ভাবেননি রোমান। টোকিওতে রোমানের সঙ্গে থাকা জাতীয় দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখ হোয়াটসঅ্যাপ কলে কাল বলছিলেন , ‘প্রতিপক্ষ সম্পর্কে কোনো কিছু এখনো খুঁজে দেখিনি। আমি আসলে প্রতিপক্ষ নিয়ে ভাবছিনা। শুধু রোমানকে নিয়েই ভাবছি। এখন আমার সব মনোযোগ রোমানকে নিয়ে। আগামীকালের গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে।’

ভয় ছিল টোকিওর আবহাওয়া নিয়েও। টোকিওতে গতকাল ঝড় ও বৃষ্টি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলছিল আজও সেই সম্ভাবনা আছে। তবে রোমানের খেলা চলাকালে তেমন বাতাস ছিল না। সব মিলিয়ে ভালোভাবেই প্রথম রাউন্ড পার করলেন রোমান।