default-image

আগামী ১১-১৯ মার্চ ঢাকায় বসছে প্রথমবারের মতো ৬ জাতির এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি। টুর্নামেন্টের প্রস্তুতি নিতে ৩২ জন খেলোয়াড়কে ক্যাম্পে ডেকেছে বাংলাদেশ হকি ফেডারেশন। পারিবারিক সমস্যায় ক্যাম্পে আপাতত যোগ দেননি গোলকিপার আবু সাইদ (নিপ্পন)। গতকাল বাকি ৩১ খেলোয়াড়সহ ৪১ জনের করোনা নমুনা নেওয়া হয়েছিল। এর মধ্যে করোনা পজিটিভ হয়েছেন দেবাশীষ কুমার রায় নামের নবীন এক ফরোয়ার্ড। এবারই প্রথম তিনি ডাক পেয়েছেন জাতীয় দলের ক্যাম্পে।

রংপুরের তরুণ দেবাশীষ বাংলাদেশ বিমানবাহিনীর খেলোয়াড়। তাঁকে হকি ফেডারেশনের তত্ত্বাবধানে কুর্মিটোলায় বিমানবাহিনীর আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে। বাকি ৩১ জন খেলোয়াড়কে নিয়ে আজ মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুশীলন শুরু হবে।

খেলোয়াড়েরা সবাই আছেন মওলানা হকি স্টেডিয়ামের আবাসিক ক্যাম্পে। বাংলাদেশ হকি দলের কোচ মাহবুব হারুন আজ প্রথম আলোকে বলেন, ‘দেবাশীষের করোনা দলে কোনো প্রভাব ফেলবে না। তবে তার নিজের জন্য হয়তো হতাশার। এবারই প্রথম ডাক পেয়ে সে বড় আশা নিয়েই ক্যাম্পে এসেছে।’

বিজ্ঞাপন

হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ জানান, কয়েক দিন পর পরীক্ষায় নেগেটিভ এলে দেবাশীষ ক্যাম্পে যোগ দিতে পারবেন। তাঁর জায়গায় আপাতত কোনো খেলোয়াড় নেওয়া হবে না। ক্যাম্পে যাঁরা আছেন, তাঁরাই থাকবেন।

করোনা পরিস্থিতি এখন বাংলাদেশে কোন পর্যায়ে আছে, বাংলাদেশ হকি ফেডারেশনের কাছে তা জানতে চেয়েছে এশিয়ান হকি ফেডারেশন। গতকাল এর উত্তরও পাঠিয়েছে হকি ফেডারেশন। বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি আবদুর রশিদ শিকদার বলেন, ‘আমরা এশিয়ান হকি ফেডারেশনকে জানিয়েছি, স্বাস্থ্যবিধি মেনে এই মুহূর্তে বাংলাদেশে খেলাধুলা আয়োজনে কোনো বিধিনিষেধ নেই। প্রত্যেক ভ্রমণকারীকে বাংলাদেশে আসতে হবে করোনা নেগেটিভ সনদ নিয়ে। সর্বশেষ ৭২ ঘণ্টার মধ্যে নেগেটিভ হতে হবে। আর বড় কোনো সমস্যা নেই বাংলাদেশে। আমরা আশা করছি, ঘোষিত সময়েই ঢাকায় প্রথমবারের মতো এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হবে।’

চ্যাম্পিয়নস ট্রফির পর ১-১০ জুলাই ঢাকাতেই অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়ান অনূর্ধ্ব-২১ হকি।

মন্তব্য করুন