৬ গোলে হেরে এশিয়া কাপ শুরু বাংলাদেশ হকি দলের
হার দিয়ে শুরু হলো বাংলাদেশের এশিয়া কাপ হকি অভিযান। ইন্দোনেশিয়ার জাকার্তায় আজ প্রথম ম্যাচে বাংলাদেশকে ৬-১ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়া।
বিশ্ব র্যাঙ্কিংয়ে কোরিয়ার অবস্থান ১৬তম, বাংলাদেশ ৩০তম। চ্যাম্পিয়নস ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন কোরিয়ার বিপক্ষে এর আগে সর্বশেষ চার ম্যাচেই হেরেছে বাংলাদেশ। অনুমিতভাবে আজও হেরেছেন রাসেল মাহমুদ জিমিরা। তবে দেখার ছিল কত বড় ব্যবধানে হারে বাংলাদেশ।
গত বছর চ্যাম্পিয়নস ট্রফি হকিতে ঢাকায় বাংলাদেশ হেরেছিল ৩-২ গোলে। কিন্তু এবার একটুও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। অথচ ম্যাচের ৬ মিনিটে খোরশেদুর রহমানের পেনাল্টি কর্নার থেকে পাওয়া গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ! কিন্তু এশিয়া কাপের সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন কোরিয়া সেই গোলটি শোধ দিতে খুব বেশি সময় অপেক্ষা করেনি।
১৩ মিনিটে তায়িল হাওয়াং পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতায় ফেরান কোরিয়াকে। এরপর সময় যত গড়িয়েছে কোরিয়ার আক্রমণে ততই কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। পুরো ম্যাচে ১০টি পেনাল্টি কর্নার পেয়েছে দক্ষিণ কোরিয়া। এর মধ্যে ৪টি থেকেই গোল আদায় করেছে। বিপরীতে বাংলাদেশ মাত্র ২টি পেনাল্টি কর্নার পেয়েছে।
ম্যাচের ১৮ মিনিটে জংহিউন জান করেন ২-১। চার মিনিট পর আবারও তায়িল হাওয়াংয়ের গোল (৩-১)। ৩২ মিনিটে নামইয়ং লি করেন চতুর্থ গোল। ৪৫ মিনিটে জিহুন ইয়াং পঞ্চম গোল করলে ম্যাচ থেকে পুরো ছিটকে যায় বাংলাদেশ। ৫২ মিনিটে বাংলাদেশের কফিনে শেষ পেরেকটি ঠুকেছেন জংহিউন জান।
এত বড় ব্যবধানে হেরে হতাশ বাংলাদেশের কোচ ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তি। ম্যাচ শেষে বলেন, কোরিয়া এই এশিয়া কাপের অন্যতম শক্তিশালী দল। এদের সঙ্গে খেলাটা সত্যি কঠিন ছিল। ছেলেরা কিছু হাস্যকর ভুল করেছে। আশা করি পরের ম্যাচে আরও ভালো খেলবে।
এশিয়া কাপে বাংলাদেশের পরের ম্যাচ আগামীকাল, প্রতিপক্ষ ওমান।