উইম্বলডনে আরেক কীর্তি ফেদেরারের

রজার ফেদেরার।ছবি: রয়টার্স

রেকর্ডের ‘বরপুত্র’ রজার ফেদেরারের সামনে হাতছানি ছিল আরেকটি কীর্তি গড়ার। গতকাল আরেকটি ম্যাচ জিতে ছুঁয়েও ফেলেছেন সেই কীর্তি। উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন এই সুইস তারকা।

আগামী ৮ আগস্ট চল্লিশে পা দেবেন ফেদেরার। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি খেলে চলেছেন এই বয়সে। কালও ছিলেন অপ্রতিরোধ্য। শেষ ষোলোর ২ ঘণ্টা ১০ মিনিটের লড়াইয়ে কাল ফেদেরার ইতালির লরেনৎসো সোনেগোকে হারিয়েছেন ৭-৫, ৬-৪, ৬-২ গেমে। সব মিলিয়ে ৫৮ বারের মতো শেষ আটের টিকিট পেয়েছেন ফেদেরার।

কোয়ার্টার ফাইনালের পথে সহজ পেয়েছেন ফেদেরার।
ছবি: রয়টার্স

উইম্বলডনে আটবারের চ্যাম্পিয়ন ফেদেরার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবেন দানিল মেদভেদেভ অথবা হুবার্ট হুরকাজের। ফেদারের কীর্তি গড়ার দিনে আরেকটি ইতিহাস গড়েছেন টেনিসের ১ নম্বর তারকা নোভাক জোকোভিচ। চিলির ক্রিস্টিয়ান গারিনকে ৬-২, ৬-৪, ৬-২ গেমে হারিয়ে পৌঁছে গেছেন নিজের ৫০তম কোয়ার্টার ফাইনালে।

উইম্বলডনে দর্শকদের সবচেয়ে প্রিয় খেলোয়াড় ফেদেরার।
ছবি: রয়টার্স

ফেদেরারকে ম্যাচটি জিততে বেশ বেগ পেতে হয়েছে কাল। যদিও অভিজ্ঞতার কাছে শেষ পর্যন্ত হেরেছে তারুণ্য। অল ইংল্যান্ড টেনিস ক্লাবে বৃষ্টির মধ্যে খেলতে হয়েছে দুজনকে। শুরুটা ভালো করেও শেষ পর্যন্ত ছন্দটা ধরে রাখতে পারেননি সোনেগো।

ম্যাচের প্রথম গেমে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। দুজনই সার্ভিস ভেঙেছেন পরস্পরের। সোনেগোর সার্ভিসে অ্যাডভান্টেজে চলে যান ফেদেরার। ঠিক ওই সময় আকাশ ভেঙে নামে বৃষ্টি।

উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন ফেদেরার।
ছবি: রয়টার্স

প্রবল বৃষ্টিতে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। আর বৃষ্টির কারণে একসময় ছাউনি দিয়ে স্টেডিয়াম ঢেকে দেওয়া হয়। এরপর আবারও খেলা শুরু হলে শেষ পর্যন্ত বিজয়ীর হাসি হাসেন ফেদেরার।

ম্যাচ শেষে ফেদেরার বলছিলেন, ‘এভাবে খেলাটা আমাদের কারোর জন্যই ভালো ছিল না। আমি এর আগেও এমন পরিস্থিতিতে খেলেছি, কিন্তু এই ছেলেরা একেবারে নতুন। এবং ওরা এই পরিস্থিতি সামলে উঠতে পারে।’