এমন গুঞ্জনের পরও সম্পর্কটা টিকে যায় গিল্কস–শারাপোভার। একাধিকবার শারাপোভাকে বিয়ের প্রস্তাবও দেন ব্রিটিশ ব্যবসায়ী। ২০২০ সালে দামি একটি হীরার আংটি উপহার দিয়ে শারাপোভাকে প্রস্তাব দেন গিল্কস্। শারাপোভা সেবার প্রস্তাব গ্রহণ করেন। সেই সময় ইনস্টাগ্রামের মাধ্যমে গিল্কসের বাগ্দত্তা হওয়ার ঘোষণা দেন একমাত্র রুশ নারী টেনিস খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম জেতা শারাপোভা।
এবার প্রথমবারের মতো মা হওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল ছিল শারাপোভার ৩৫তম জন্মদিন। এদিন তিনি নিজের ৪২ লাখ ইনস্টাগ্রাম অনুসারীকে একটি পোস্ট দিয়ে মা হতে যাওয়ার খবরটি দেন এভাবে, ‘অমূল্য শুরু!!! দুজন মিলে জন্মদিনের কেক খাওয়ায় আমি বরাবরই দক্ষ।’ এই লেখার সঙ্গে একটি ছবিও দিয়েছেন শারাপোভা। সেই ছবিই বলে দেয়, তিনি মা হতে চলেছেন।
শারাপোভার সন্তানের বাবা ৪২ বছর বয়সী গিল্কস পড়াশোনা করেছেন ইটন কলেজ ও ইউনিভার্সিটি অব ব্রিস্টলে। এরপর শুরু করেছেন নিজের ব্যবসা।