পথের খোঁজে যত আয়োজন

আলোচনা, সভা, কর্মশালা, মেলা, দিনভর নানা আয়োজন ছিল ক্রাউন সিমেন্ট-প্রথম আলো তারুণ্যের জয়োৎসবে। দেখে নিন তারই এক ঝলক।
চতুর্থ শিল্পবিপ্লবের কথা
চতুর্থ শিল্পবিপ্লবের কথা

চতুর্থ শিল্পবিপ্লবের জন্য প্রস্তুতি

বিভিন্ন অধিবেশনে, অতিথি ও বিশেষজ্ঞদের বক্তৃতায় বারবার ঘুরেফিরে এসেছে চতুর্থ শিল্পবিপ্লবের কথা। ভবিষ্যতের ক্যারিয়ার নিয়ে এই আয়োজন, অতএব এই প্রসঙ্গ অবশ্যম্ভাবী বটে। দ্রুত বদলে যাচ্ছে আমাদের চারপাশ। যে নতুন শিল্পবিপ্লব শুরু হয়েছে, তাতে বহু প্রতিষ্ঠিত শিল্প নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী শক্তির কাছে পরাজিত হতে যাচ্ছে। এই আশঙ্কার পাশাপাশি সম্ভাবনার দিকগুলো উঠে এসেছে আলোচকদের কথায়। মার্কিন যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিনসের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মঞ্জুর কাদের ও গভর্নমেন্ট অ্যান্ড এসডব্লিউএসপি, আইএলও স্কিল ২১–এর পলিসি ডেভেলপমেন্ট প্রোগ্রামার মানস চৌধুরী অংশ নিয়েছেন আলোচনায়। সঞ্চালক হিসেবে ছিলেন রবি আজিয়াটা লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট জাবেদ পারভেজ।

বিশ্বের হাতছানি
বিশ্বের হাতছানি

বিশ্বের হাতছানি

অধিবেশনটির শিরোনাম ‘বিশ্বের হাতছানি’ বলেই কি না কে জানে, আয়োজনটি বোধ হয় হাতছানি দিয়ে ডাকছিল তরুণদের। ভেতরে তিল ধারণের ঠাঁই ছিল না। দরজার কাছেও ভিড় করে দাঁড়িয়ে ছিলেন অনেক তরুণ। উপস্থিত তরুণদের নিয়ে নানা রকম কার্যকলাপের মধ্য দিয়ে জড়তা দূর করেছেন সঞ্চালক গোলাম সামদানী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গ্রে অ্যাডভার্টাইজ লিমিটেডের ম্যানেজিং পার্টনার গাউসুল আজম শাওন, মার্ক্স অ্যান্ড স্পেন্সার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার স্বপ্না ভৌমিক এবং রেকিট বেনকিজার বাংলাদেশের মানবসম্পদ পরিচালক আফরিন হুদা। গোলাম সামদানী বলেন, ‘বক্তারা যে বিষয়টির ওপর জোর দিয়েছেন, সেটি হলো নিজের আগ্রহকে গুরুত্ব দেওয়া। বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরি হোক, উদ্যোক্তা হওয়ার পরিকল্পনা হোক বা ক্যারিয়ার নিয়ে যে ভাবনাই—পছন্দের ক্ষেত্রটাই আপনাকে পথ দেখাবে।’

বড় সম্ভাবনার জায়গা ফ্রিল্যান্সিং
বড় সম্ভাবনার জায়গা ফ্রিল্যান্সিং

বড় সম্ভাবনার জায়গা ফ্রিল্যান্সিং

বেশির ভাগ আলোচনায় যেখানে শিক্ষার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো, সেখানে এই সেশনটির সময় ঘুরে ঘুরে বেশ কয়েকজন চাকরিজীবীর সঙ্গে দেখা হলো। যাঁরা চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং করছেন। কেউবা করতে আগ্রহী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপওয়ার্কের আঞ্চলিক ব্যবস্থাপক সাইদুর মামুন খান, আপওয়ার্কের প্রথম বাংলাদেশি মিলিয়নিয়ার শরীফ মোহাম্মদ শাহজাহান এবং ফাইমাস্ট সফটওয়্যারের প্রতিষ্ঠাতা ফয়সাল মুস্তাফা। সঞ্চালনার দায়িত্বে ছিলেন বেসিস বর্ষসেরা ফ্রিল্যান্সার এনায়েত হোসেন। দর্শকসারিতে বসে ছিলেন মিনহাজ উদ্দিন নামে একজন তরুণ। তিনি তৈরি পোশাকশিল্প খাতে কাজ করছেন। তাঁর সঙ্গে কথা বলে জানা গেল, ফ্রিল্যান্সিং কাজে লাগিয়ে কীভাবে পোশাকশিল্প খাত এগিয়ে নেওয়া যায়, সেটি বোঝার চেষ্টা করছেন তিনি। মনোযোগী ছাত্রের মতো নোট নিতে দেখা গেল তাঁকে।

প্রতিষ্ঠাতার যাত্রা
প্রতিষ্ঠাতার যাত্রা

উদ্যোগের উদ্দীপনা

‘প্রতিষ্ঠাতার যাত্রা’ শীর্ষক আলোচনায় অংশ নেন সহজ ডট কমের ব্যবস্থাপনা পরিচালক মালিহা কাদির, জুমশেপারের প্রধান নির্বাহী কাওসার আহমেদ এবং ব্যাকপ্যাকের প্রধান কারিগরি কর্মকর্তা সাকিব হাসান। অন্য রকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসানের সঞ্চালনায় আলোচনা জমে উঠতে সময় লাগেনি। এই অধিবেশনে অংশগ্রহণকারীদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র তাহমিদ উল ইসলাম। তাঁর কাছে জানতে চেয়েছিলাম, কী শিখলেন আলোচকদের কথা শুনে? তিনি বলেন, ‘আমাদের দেশের হিসেবে স্টার্টআপ একটি ম্যারাথনের মতো। খুব অল্প সময়ে বড়লোক হয়ে যাব, এই চিন্তা নিয়ে এগোনোটা আসলে ভুল। পরিশ্রম করতে হবে। কী আইডিয়া নিয়ে কাজ করছি, সেটার চেয়ে জরুরি হলো সেই আইডিয়াটা আমি কতটুকু বাস্তবে রূপ দিলাম।’

নেতাদের সঙ্গে তরুণ নেতা
নেতাদের সঙ্গে তরুণ নেতা

নেতাদের সঙ্গে তরুণ নেতা

মঞ্চে উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মমিনুল ইসলাম, গ্রামীণফোনের প্রধান ব্যবসায় কর্মকর্তা মাহমুদ হোসেন এবং বাংলাদেশ ডেনিম এক্সপার্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজ উদ্দিন। বর্তমান সময়ের এই নেতাদের সঙ্গে ভবিষ্যতের নেতা, অর্থাৎ সামনে বসা তরুণদের যোগসূত্র তৈরি করার দায়িত্বে ছিলেন সঞ্চালক প্রথম আলোর সহযোগী সম্পাদক ও লেখক আনিসুল হক। বক্তারা তাঁদের অভিজ্ঞতা ভাগাভাগি করে নিয়েছেন তরুণদের সঙ্গে। গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার মাহমুদ হোসেন এ সময় বলেন, ‘ছাত্রজীবনে বিভিন্ন সংগঠন করেছি, মিছিল করেছি, সেই সব করতে গিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে পরিচয় হয়েছে। নেতৃত্বের গুণাবলি শিখেছি। বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা শিখেছি। এই দক্ষতাগুলোকে বলা হয় সফট স্কিল, যা আমাকে আজকের অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে।’

নিজেকে উপস্থাপনের কৌশল
নিজেকে উপস্থাপনের কৌশল

নিজেকে উপস্থাপনের কৌশল

কেন এত সিভি জমা দিয়েও কোথাও ইন্টারভিউয়ের ডাক পাই না? কীভাবে নিজেকে চাকরিদাতাদের কাছে উপস্থাপনযোগ্য করে তুলব? এমন অনেক প্রশ্নে আলোচকদের জর্জরিত করেছেন তরুণেরা। ‘উপস্থাপন করো নিজেকে’ শীর্ষক সেশনে ছিল উপচে পড়া ভিড়। আসনগুলো ভরে গিয়েছিল অনেক আগেই। কিছুক্ষণের মধ্যে নিচে বসার জায়গাটুকুও পূরণ হয়ে যায়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গ্রো এন এক্সেলের প্রধান নির্বাহী এম জুলফিকার হোসেন, বিডি জবসের প্রধান নির্বাহী এ কে এম ফাহিম মাশরুর এবং ক্রাউন সিমেন্ট গ্রুপের মানব সম্পদ ও প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম ইউসুফ আলী খান। আয়োজনটি সঞ্চালনা করেন প্রথম আলোর ডিজিটাল বিজনেসের ব্যবস্থাপক জাবেদ সুলতান। বর্তমান সময়ে চাকরিপ্রাপ্তির ক্ষেত্রে ফেসবুক, লিংকডইন ইত্যাদির ভূমিকার কথা তুলে ধরেন আলোচকেরা।