অনেকেই মুঠোফোন থেকে ওয়েবসাইট দেখতে (ব্রাউজ) অপেরা মিনি ব্যবহার করেন। অপেরা মিনিতে প্রায় ওয়েবসাইট দেখার ক্ষেত্রে গতি অনেক ধীর থাকে। তবে চাইলেই এটি দূর করা যায়।
অপেরা মিনি ৪.০-এ দ্রুত ওয়েবসাইট দেখতে MenuTools নির্বাচন করতে হবে। এবার Settings-এর একেবারে নিচে Network থেকে Socket/HTTP বা Socket নির্বাচন করে দিতে হবে। শুধু Socket নির্বাচন করলে দ্রুতগতিতে ব্রাউজ করা যায়।
অপেরা মিনি ৬ এবং এর পরের সংস্করণগুলোতে একই নিয়মে Socket/HTTP নির্বাচন করা যাবে না। এতে অন্যভাবে করতে হবে। এ জন্য শুরুতে অপেরা মিনি ৬ সংস্করণে Menu থেকে O Symbol নির্বাচন করে Settings-এ যান। এবার Settings অপশনের নিচে Advance থেকে Protocol-এ ক্লিক করে Socket/HTTP থেকে Socket/HTTP বা Socket নির্বাচন করুন। এই কাজগুলো করে অপেরা মিনি বন্ধ করে আবার চালু করতে হবে। এবার দেখুন ফেসবুকসহ অন্যান্য ওয়েবসাইট খুব দ্রুত ব্যবহার করা যাচ্ছে।
—সানিয়া ইসলাম