গত সেপ্টেম্বরে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে স্মার্টফোনসহ বিভিন্ন যন্ত্রে ইউএসবি-সি পোর্ট যুক্তের আইন করার প্রস্তাব ওঠে। ওই বাধ্যবাধকতা মেনেই অ্যাপল আইফোনে ইউএসবি-সি পোর্ট যুক্তের পথে হাঁটতে পারে বলে মনে করেন মার্ক গারম্যান।
বর্তমানে আইপ্যাড প্রো, আইপ্যাড এয়ার ও আইপ্যাড মিনিতে ইউএসবি-সি পোর্ট ব্যবহার করছে অ্যাপল।
ইউএসবি-সি পোর্ট যুক্তের পাশাপাশি অ্যাপল পোর্টবিহীন আইফোন তৈরি করছে বলেও গুঞ্জন রয়েছে। গারম্যানের পক্ষ থেকে এ বিষয়ে ইঙ্গিত দিয়ে বলা হয়েছে, অ্যাপল পোর্টবিহীন আইফোন নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে পরীক্ষা চালিয়েছে।
অ্যাপল সাধারণত প্রযুক্তিবিশ্বের গুঞ্জন নিয়ে কোনো মন্তব্য করে না। তাই এবারও তারা ইউএসবি-সি পোর্ট সুবিধার আইফোন তৈরির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি।