ঈদের পরেও ছাড়ে মোবাইল
ঈদের আগে অনেকেই স্মার্টফোন কেনার পরিকল্পনা করেছিলেন। ঈদবাজারে ক্রেতাদের টানতে নানা রকম ছাড় আর উপহারের ঘোষণা দিয়েছিল স্মার্টফোন বিক্রেতারা। ঈদের পরেও অনেক স্মার্টফোন ছাড় ও উপহার থাকছে। যাঁরা ঈদের খুশিতে স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন, তাঁদের ছাড়ের বিষয়টি কাজে লাগতে পারে। জেনে নিন স্মার্টফোন নির্মাতাদের দেওয়া ছাড় সম্পর্কে:
কুল অফার প্লাস নিয়ে ঈদের আগে থেকেই স্মার্টফোন বিক্রি করছে হুয়াওয়ে। ১৭ আগস্ট পর্যন্ত চলা এ অফারের আওতায় হুয়াওয়ে ফোনে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড় পাওয়া যাবে। এ ছাড়া নির্দিষ্ট মডেলের হ্যান্ডসেট কিনলে ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফারের আওতায় লটারিতে আরেকটি মডেলের হ্যান্ডসেট জেতার সুযোগ থাকছে। ফোনের সঙ্গে উপহার হিসেবে ৩৬০ ডিগ্রি ক্যামেরা, হেডফোন, ব্যান্ড এ১ রয়েছে। অফারের আওতায় ক্যামেরার জন্য পি৩০ প্রো স্মার্টফোনটির সঙ্গে পাওয়া যাবে হুয়াওয়ের ৩৬০ ডিগ্রি ক্যামেরা। সবচেয়ে বড় অফারটি পাওয়া যাচ্ছে পি৩০ সিরিজের আরেকটি প্রিমিয়াম ফোন পি৩০ কিনলে। মূল্যছাড় ও উপহার দুটোই পাওয়া যাবে এই মডেলের হ্যান্ডসেটে। তাই ৬৪ হাজার ৯৯৯ টাকার ফোনটি এখন ১০ হাজার টাকা মূল্যছাড়ে কেনা যাবে ৫৪ হাজার ৯৯৯ টাকায়।
পি৩০ লাইট স্মার্টফোনটি ৪ হাজার টাকা মূল্যছাড়ে কিনতে পাওয়া যাবে ২৫ হাজার ৯৯৯ টাকায়। গত বছরে বাজারে আসা নোভা থ্রিআই ২ হাজার টাকা মূল্যছাড়ে পাওয়া যাবে। এর দাম পড়বে ২২ হাজার ৯৯৯ টাকা। ফোনটি কিনলে সঙ্গে থাকবে হেডফোন। হুয়াওয়ে ওয়াই নাইন ২০১৯ ফোনটি ২১ হাজার ৪৯৯ টাকার পরিবর্তে কিনতে পাওয়া যাবে ১৯ হাজার ৯৯৯ টাকায়। হুয়াওয়ে ওয়াই ম্যাক্স ফ্যাবলেটটিতে পাওয়া যাবে ৫ হাজার টাকা মূল্যছাড়। ছাড়ে ফ্যাবলেটটির দাম দাঁড়ায় ২১ হাজার ৯৯৯ টাকা। সঙ্গে মিলবে হুয়াওয়ে ব্যান্ড এ১। কম বাজেটের ফোন হুয়াওয়ে ওয়াই সিক্স প্রো ২০১৯ ও ওয়াই৫ প্রাইম ২০১৮ এক হাজার টাকা ছাড়ে যথাক্রমে ১১ হাজার ৯৯৯ ও ৮ হাজার ৫৯৯ টাকায় কেনা যাবে। হুয়াওয়ের অ্যাকসেসরিজেও মূল্যছাড় রয়েছে। হুয়াওয়ে ওয়াচ জিটি ৩ হাজার টাকা মূল্যছাড়ে পাওয়া যাবে ১৬ হাজার ৯৯০ টাকায়। টক ব্যান্ড থ্রি লাইট ৭ হাজার ৯৯০ টাকার পরিবর্তে কিনতে পাওয়া যাবে ৬ হাজার ৪৯০ টাকায়। হুয়াওয়ে ব্যান্ড থ্রিই ১ হাজার ৯৯০ টাকার বদলে কেনা যাবে ১ হাজার ৮৫০ টাকায়। স্পোর্টস ব্লুটুথ হেডফোনটি ২ হাজার ৫৯০ টাকার পরিবর্তে কেনা যাবে ২ হাজার ২৯০ টাকায়। পোর্টেবল ব্লুটুথ স্পিকার ২ হাজার ৫৯০ টাকার পরিবর্তে কেনা যাবে ২ হাজার ২৯০ টাকায়।
স্যামসাং মোবাইল বাংলাদেশ ‘আ গ্র্যান্ড ইনভাইট’ অফারের আওতায় ৩১ আগস্ট পর্যন্ত মোবাইল কেনার ক্ষেত্রে আকর্ষণীয় সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে। গ্যালাক্সি এস১০ সিরিজের স্মার্টফোনগুলোর ক্ষেত্রে ১৫ হাজার টাকা নগদ ছাড়া পাওয়া যাবে। এ ছাড়া গ্যালাক্সি এ৩০ ও এ৫০ ক্রয়ে ২ হাজার টাকা ছাড় পাবেন ক্রেতারা। যন্ত্রগুলো ক্রয় করে ক্রেতারা পাবেন ২ হাজার টাকার একটি ডিসকাউন্ট ভাউচার, যা তারা স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিক পণ্য ক্রয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। ১২ আগস্ট পর্যন্ত বিকাশের মাধ্যমে দাম পরিশোধ করলে বাড়তি আরও ৫ শতাংশ ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। এ সময়ের মধ্যে মোবাইলের দ্বিতীয় বছরের জন্য ওয়ারেন্টি সেবা কেনার ক্ষেত্রে ১০০ শতাংশ ছাড়ে নেভার মাইন্ড অফারের পাশাপাশি শূন্য শতাংশ ইন্টারেস্টে ইএমআই বা কিস্তি এবং এক্সচেঞ্জ অফার উপভোগ করতে পারবেন ক্রেতারা।
ঈদের পর ১৫ আগস্ট পর্যন্ত স্মার্টফোনে বিশেষ অফার ঘোষণা করেছে চীনা ব্র্যান্ড অপো। নির্দিষ্ট মডেলের স্মার্টফোন কিনে বালি ভ্রমণ, লাখপতি হওয়ার সুযোগের ঘোষণা দিয়েছে তারা। এ ছাড়াও অপো এ৫ এস, এ৭, এফ ১১ সিরিজ এবং অপো রেনোর সঙ্গে শতভাগ মূল্যছাড় ও উপহার দিচ্ছে প্রতিষ্ঠানটি। লটারিতে বালি ভ্রমণ, লাখপতি ছাড়াও নিশ্চিতভাবে তাৎক্ষণিক শতভাগ মূল্যছাড়, ওয়্যারলেস হেডফোন, সেলফি স্টিক, গিফট বক্স ও ইন্টারনেট বান্ডেল অফার পাবেন ক্রেতারা। অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডেমন ইয়াং বলেন, উৎসব ঈদুল আজহা উপলক্ষে আনন্দ ছড়িয়ে দিতে এমন আয়োজন।