উদ্যোক্তা তৈরিতে কাজ হবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে
নতুন উদ্যোক্তা তৈরির জন্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ‘ইনোভেশন হাব’ তৈরি করবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও আইডিয়া প্রকল্প। এর মাধ্যমে উদ্যোক্তা হতে ইচ্ছুক তরুণদের প্রশিক্ষণ, গ্রুমিং, অনুদান প্রদানসহ নানাভাবে সহযোগিতা করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট একাডেমিক, গবেষক, শিল্প ও বাণিজ্য ক্ষেত্রের অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিদের সংযুক্ত করা হবে এই কার্যক্রমে।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে ইউজিসির সঙ্গে আইসিটি বিভাগের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্পের সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। আইডিয়া প্রকল্পের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউজিসির উদ্যোগে প্রতিবছর ‘মুজিব ১০০ আইডিয়া’ নামের প্রতিযোগিতা আয়োজন করা হবে। সেখান থেকে শীর্ষ ১০০ উদ্যোগকে ইনোভেশন হাবের মাধ্যমে মেন্টরিং ও গ্রুমিং করা হবে। এ ছাড়া সেরা ১০ স্টার্টআপকে মূল্যায়নের ভিত্তিতে দেওয়া হবে ১০ লাখ টাকা করে অনুদান।
সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ, আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মো. আবদুর রাকিব, ইউজিসি সচিব ফেরদৌস জামান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক মো. আবদুল মান্নান প্রমুখ।