একপেতে দেওয়া যাবে কপিরাইটের ফি
কপিরাইট রেজিস্ট্রেশন ফি, কপিরাইট সোসাইটি নিবন্ধন ফি, চলচ্চিত্রের কপিরাইট ফিসহ বাংলাদেশ কপিরাইট অফিসের সব ধরনের ফি এটুআইয়ের ডিজিটাল পেমেন্ট গেটওয়ে ‘একপে’ প্ল্যাটফর্মের মাধ্যমে পরিশোধ করা যাবে।
আজ মঙ্গলবার রাজধানীর আইসিটি ভবনে এটুআই ও বাংলাদেশ কপিরাইট অফিসের মধ্যে এ–সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।
এটুআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এটুআইয়ের প্রকল্প পরিচালক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এবং রেজিস্ট্রার অব কপিরাইটস মো. দাউদ মিয়া সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। গ্রাহকেরা দেশের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের মাধ্যমেও যেকোনো ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে বাংলাদেশ কপিরাইট অফিসের সব ধরনের ফি দিতে পারবেন।
অনুষ্ঠানে এটুআইয়ের প্রকল্প পরিচালক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, এ সমঝোতার মাধ্যমে দেশের ডিজিটাল আর্থিক সেবা কার্যক্রম আরও এগিয়ে যাবে। পাশাপাশি একপেকে প্রতিবন্ধীবান্ধব করে তুলতে কাজ করছে এটুআই।
রেজিস্ট্রার অব কপিরাইটস মো. দাউদ মিয়া বলেন, সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে শিগগিরই সফটওয়্যার ইন্টিগ্রেশনের কাজ সম্পন্ন করে কপিরাইট অফিসের বিভিন্ন ফি ডিজিটাল পেমেন্টের মাধ্যমে আদায় করা সম্ভব হবে।