এল বাংলা শেখার অ্যাপ হাতেখড়ি

ভাষার মাসে শিশুদের জন্য সহজেই বাংলা বর্ণমালা শেখা, বর্ণ দিয়ে শব্দ ও বাক্য তৈরি করা, হাতের লেখা অনুশীলন করার মোবাইল অ্যাপ্লিকেশন বাজারে ছেড়েছে সূর্যমুখী লিমিটেড। গতকাল মঙ্গলবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে ‘হাতেখড়ি’ অ্যাপ উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। এ সময় তিনি বলেন, ‘ভাষার মাসে খেলার ছলে শিশুদের বাংলা বর্ণমালা শেখানোর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আশা করছি, অ্যাপটি দিয়ে শিশুরা খুব সহজেই বাংলা শিখতে পারবে।’
অনুষ্ঠানে বক্তৃতা করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, সচিব নজরুল ইসলাম খান, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি শামীম আহসান, অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের পরিচালক কবির বিন আনোয়ার, সূর্যমুখী লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিদা হক, সিম্ফোনি মোবাইল লিমিটেডের পরিচালক রেজওয়ান হক প্রমুখ।
অ্যাপ নির্মাতারা জানান, শিশুদের জন্যই হাতেখড়ি অ্যাপটি উৎসর্গ করা হয়েছে। এই শিশুরাই পারে আগামী দিনের বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যেতে। দেশে-বিদেশে এই অ্যাপটির মাধ্যমে শিশুদের ভাষা শিক্ষাদানের বিষয়টি আরও এগিয়ে যেতে পারে।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে এই অ্যাপ। ব্যবহারকারীরা এটি বিনা মূল্যে নামিয়ে নিতে পারবে। অ্যাপটির ওয়েব ঠিকানা: http://goo.gl/Dm3cKA। —রাহিতুল ইসলাম