গ্যাজেট অ্যান্ড গিয়ারে ‘ঈদের খুশি জমবে বেশি’, রয়েছে নিশ্চিত ঈদ উপহার
লাইফস্টাইল গ্যাজেটের স্টোর ‘গ্যাজেট অ্যান্ড গিয়ার’ প্রথমবারের মতো নিয়ে এল এবারের ঈদের সবচেয়ে বড় ক্যাম্পেইন ‘ঈদের খুশি জমবে বেশি’ অফার। এ অফারে ক্রেতাদের জন্য থাকছে ঢাকা-ব্যাংকক-ঢাকা কাপল এয়ার টিকিট, অ্যাপল ওয়াচ, এয়ারপডস প্রো, টিভি, মোবাইল ফোন, ডিজেআই গিম্বালসহ ১০ হাজারেরও বেশি পুরস্কার। ১৫ রমজান থেকে শুরু হওয়া মেগা ক্যাম্পেইনটি চলবে ঈদ পর্যন্ত।
এ ক্যাম্পেইনে গ্যাজেট অ্যান্ড গিয়ার প্রায় সব পণ্যেই দিচ্ছে বিশেষ ছাড় ও নানা ধরনের ঈদ উপহার। আরও থাকছে সর্বোচ্চ ২৪ মাসের শূন্য শতাংশ ইএমআই সুবিধা, ৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও ৫০ শতাংশ পর্যন্ত ছাড়।
এ ছাড়া ঈদ উপলক্ষে গ্রাহকদের জন্য পবিত্র রমজান মাসজুড়ে আইফোন ১৩ সিরিজে দিচ্ছে ১০ হাজার টাকা ছাড় অথবা সর্বোচ্চ ২৪ মাসের ০% ইএমআই সুবিধা, পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক এবং নিশ্চিত ঈদ উপহার। আইফোন ১৩-এর পাশাপাশি স্যামসাং, অপো, ভিভো, রিয়েলমি, শাওমি, ওয়ান-প্লাস, নকিয়া ও মটোরোলা মোবাইল হ্যান্ডসেটের সঙ্গেও রয়েছে দারুণ সব উপহার।
২০১১ সালে শুরু হয় গ্যাজেট অ্যান্ড গিয়ারের যাত্রা। ২০১৭ সাল থেকে প্রতিষ্ঠানটি অ্যাপলের অথোরাইজড রিসেলার হিসেবে যাত্রা শুরু করে। বর্তমানে দেশের সবচেয়ে বড় অ্যাপল-পণ্যের রিটেইলার ও অথোরাইজড রিসেলার তারা। ঢাকা শহরের প্রায় সব প্রান্তে রয়েছে প্রতিষ্ঠানটির আউটলেট। একই সঙ্গে অনলাইন ও অফলাইন সেবা নিয়ে কাজ করছে গ্যাজেট অ্যান্ড গিয়ার। এ ছাড়া দ্রুততম ডেলিভারি, পণ্য এক্সচেঞ্জ সুবিধা ও অফিশিয়াল ওয়্যারেন্টি প্রদানসহ নানা রকম সুবিধা দেওয়ার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করেছে প্রতিষ্ঠানটি।