জম্বিদের বিরুদ্ধে মরণপণ লড়াই

জম্বি সিটি গেমছবি : সংগৃহীত

সিনেমার পর্দায় জম্বিদের উপস্থিতি দেখে ভয়ে আঁতকে ওঠেন অনেকেই। ভয়ংকর এই জীবন্মৃত মানুষগুলো কামড়ে দিলে সুস্থ মানুষও জম্বিতে পরিণত হয়ে অন্যদের আক্রমণ করে। সিনেমা দেখার সময় মাঝে মাঝেই মনে হয়, আমি থাকলে আরও দ্রুত ধ্বংস করে দিতাম জম্বিদের। আপনার মনের ইচ্ছা পূরণের সুযোগ দেবে ‘জম্বি সিটি: সারভাইভাল ইন জম্বি ব্যাটেলল্যান্ডস’। মুঠোফোনের জন্য তৈরি গেমটিতে বিভিন্ন চরিত্রের জম্বির সঙ্গে মরণপণ যুদ্ধের সুযোগ মিলবে।

গেমের কাহিনি শুরু হয়েছে ছোট একটি শহরকে ঘিরে। একসময় কোলাহলে মুখর থাকলেও জম্বিদের হামলায় ভয়ে বর্তমানে শহরের সব স্কুল-কলেজ, বিপণিবিতান, ব্যাংক বন্ধ রয়েছে। কারণ, সুযোগ পেলেই শহরের বাসিন্দাদের কামড় দিচ্ছে জম্বিরা। ফলে সুস্থ মানুষও জম্বি হয়ে যাচ্ছে। জম্বিদের হামলা থেকে বাসিন্দাদের রক্ষা করতে না পেরে সরকার নিরুপায় হয়ে শহরটিকে পরিত্যক্ত ঘোষণা করেছে।

জম্বি সিটি গেম
ছবি : সংগৃহীত

শহরে লুকিয়ে থাকা বাসিন্দাদের জম্বিদের হামলা থেকে রক্ষা করতে গেমের প্রধান চরিত্রে খেলতে হবে আপনাকে। অনেকগুলো মিশন রয়েছে গেমটিতে। প্রতিটি মিশনে জম্বিদের ধ্বংস করতে অস্ত্র ব্যবহার করতে হবে। জম্বিদের সংখ্যা এবং হামলার ধরন বুঝে গেমের সেটিংস অপশন থেকে পছন্দমতো অস্ত্র সংগ্রহ করা যাবে। গেমটিতে যত বেশি লেভেল পার হবেন, তত বেশি ভয়ংকর হামলা মোকাবিলা করতে হবে আপনাকে। তবে চিন্তার কিছু নেই, প্রতিটি লেভেল শেষেই পাওয়া যাবে কয়েন, যা দিয়ে হালনাগাদ অস্ত্র কেনা যাবে।

কিছু মিশনে গেমারকের লুকিয়ে স্নাইপার বন্দুকের সাহায্যে দূর থেকে জম্বিদের ধ্বংস করতে হবে। প্রয়োজনমতো অস্ত্র ও পোশাক কিনতে গেমটির হোম পেজে দোকানও রয়েছে। গেমটির গ্রাফিকস বেশ ভালো। মধ্যম মানের মুঠোফোনেও গেমটি ভালোভাবে চলবে।

অ্যান্ড্রয়েড প্লেস্টোরে গেমটির রেটিং ৪. ১। ১০ লাখের বেশিবার ডাউনলোড হওয়া গেমটির আকার মাত্র ৪৭ মেগাবাইট। https: //cutt. ly/4OA8yV5 ঠিকানা থেকে বিনা মূল্যে গেমটি নামানো যাবে।

অ্যাপলের অ্যাপস্টোরে গেমটির রেটিং ৪. ০। ৫৬৪. ৯ মেগাবাইট আকারের গেমটি https: //cutt. ly/dOA8fuS ঠিকানা থেকে বিনা মূল্যে নামানো যাবে।