তথ্যপ্রযুক্তির প্রশিক্ষণ দিতে নতুন প্রতিষ্ঠান
অনলাইন ও অফলাইনে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিতে ‘নো ফুল স্টপ অন ড্রিমিং’ স্লোগানে কোচ কাঞ্চন ইনস্টিটিউট নামের একটি প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে। সম্প্রতি রাজধানী মেরুল বাড্ডায় অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
কোচ কাঞ্চনের প্রধান নির্বাহী ইলিয়াস কাঞ্চন বলেন, এখানে তরুণদের বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করা হবে। এ ছাড়া পরামর্শের মাধ্যমে পেশাগত সমস্যা সমাধানে কাজ করবে।
প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের মিডিয়া অ্যান্ড ফ্লিম স্টাডিসের বিভাগীয় প্রধান নুরুল ইসলাম, তথ্যপ্রযুক্তি বিভাগের সহকারী পরিচালক (কমিউনিকেশন) রিশাদ আহমেদসহ বিভিন্ন তথ্যপ্রযুক্তি, ই-কমার্স খাতের উদ্যোক্তারা। বিজ্ঞপ্তি।