বিপরীত শব্দ অংশ-৭
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের প্রশ্ন ‘বিপরীত শব্দটি খাতায় লেখো’ নিয়ে আলোচনা করা হলো।
ত
তরুণ বৃদ্ধ
তাজা বাসি
তাপ শৈত্য
তারুণ্য বার্ধক্য
তিমির আলো
তির্যক ঋজু
তুলনীয় অতুলনীয়
তুষ্ট রুষ্ট
তৃপ্ত অতৃপ্ত
তেজ নিস্তেজ
ত্বরিত শ্লথ
ত্যাগ গ্রহণ
ত্যাজ্য গ্রাহ্য
থ, দ
থামা চলা
দোষী নির্দোষ
দুষ্ট শিষ্ট
দাতা গ্রহীতা
দীর্ঘ হ্রস্ব
দূর নিকট
দেনা পাওনা
দিন রাত
দক্ষ অদক্ষ
দখল বেদখল
দয়ালু নির্দয়
দাস প্রভু
দিবস রজনী
দিবা রাত্রি
দীর্ঘ হ্রস্ব
দীর্ঘায়ু স্বল্পায়ু
দুঃখ সুখ
দুঃশীল সুশীল
দুরন্ত শান্ত
দুর্গম সুগম
দুর্জন সুজন
দুর্দিন সুদিন
দুর্নাম সুনাম
দুর্বল সবল
দুর্ভাগ্য সৌভাগ্য
দুর্মতি সুমতি
দুর্লভ সুলভ
দুষ্কৃতি সুকৃতি
দৃঢ় শিথিল
দৃশ্য অদৃশ্য
দেনাদার পাওনাদার
দেশি বিদেশি
দোষ গুণ।
ধ
ধনী দরিদ্র
ধর্ম অধর্ম
ধনিক শ্রমিক
ধবল শ্যামল
ধারালো ভোঁতা।
ধার্মিক অধার্মিক
ধীর অধীর
ধ্বংস সৃষ্টি।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল