
জ্যোতির্বিজ্ঞানীরা প্রথমবারের মতো আমাদের সৌরজগতের বাইরের একটি গ্রহের মেঘের মানচিত্র তৈরি করেছেন। কেপলার-সেভেনবি নামের ওই বিরাট গ্রহ গ্যাসে পরিপূর্ণ এবং আকারে বৃহস্পতির চেয়েও বড়। এটির অবস্থান প্রায় এক হাজার আলোকবর্ষ দূরে। এই মানচিত্র মহাকাশ গবেষণায় সহায়ক হবে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) শক্তিশালী দূরবীক্ষণযন্ত্র (টেলিস্কোপ) স্পিৎজার ও কেপলার ব্যবহার করে বিজ্ঞানীরা দেখতে পান, কেপলার-সেভেনবি গ্রহের পশ্চিম ও পূর্ব আকাশের সুউচ্চ মেঘ রয়েছে। এই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হবে অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স সাময়িকীতে।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষক ব্রিস-অলিভিয়ের ডেমোরি বলেন, তিন বছরের বেশি সময় ধরে পর্যবেক্ষণের পর তাঁরা ওই গ্যাসীয় গ্রহের একটি অস্পষ্ট ছবি বা মানচিত্র তৈরি করতে সমর্থ হয়েছেন। এতে সেখানে মেঘের উপস্থিতি শনাক্ত ধরা পড়ে।
দূরবর্তী গ্রহটি বৃহস্পতির চেয়ে বড় হলেও ভরের বিবেচনায় পিছিয়ে রয়েছে। গবেষকদের পর্যবেক্ষণে গ্রহটিতে চাঁদের অনুরূপ উপগ্রহ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ, সেখানকার পশ্চিম গোলার্ধে উজ্জ্বল একটি চিহ্ন শনাক্ত করা হয়েছে। তবে সেটি কোনো মেঘের ভেতর থেকে বা তাপীয় উৎস থেকে চিহ্নটি দেখা যাচ্ছে কি না, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। তাই গবেষকেরা স্পিৎজার ব্যবহার করে গ্রহটির বায়ুমণ্ডল সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করেন।
নাসার গবেষক টমাস বার্কলে বলেন, কেপলার-সেভেনবি অন্য যেকোনো গ্রহের তুলনায় বেশি আলো প্রতিফলন করে। আর সেখানকার বায়ুমণ্ডল মোটামুটি স্থিতিশীল বলেই মনে হচ্ছে। বিবিসি।