বাংলাদেশে স্টার্টআপদের (উদ্যাক্তা) সহায়তা দিতে এসবিকে টেক ভেঞ্চার্স–এসএম২ নামে এসওএসভি এবং মিয়াকির সঙ্গে সিড একসেলারেটর প্রোগ্রাম শুরু করতে যাচ্ছে। চলতি মাসেই এই প্রোগ্রাম শুরু হবে বলে এসবিকে টেক ভেঞ্চার্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই প্রোগ্রাম বাংলাদেশের বিভিন্ন স্টার্টআপ প্রতিষ্ঠাতাদের পরামর্শ এবং বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠায় সহযোগিতা করবে।
এসবিকে টেক ভেঞ্চার্সের প্রতিষ্ঠাতা সোনিয়া বশির কবির বলেন, করোনা মহামারির সময় প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করে তুলেছে। এসএম২ প্রোগ্রামটি স্টার্টআপদের সঙ্গে তিনটি ভিন্ন ধাপে কাজ করবে এবং তাদের নানাভাবে সহযোগিতা করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এসওএসভি স্টার্টআপ উন্নয়ন কার্যক্রমে যুক্ত। প্রতিষ্ঠানটির প্রায় ২৪০টি বাণিজ্যিক অংশীদার এবং ১ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ সম্পদ রয়েছে। প্রযুক্তি প্রতিষ্ঠান মিয়াকি প্রযুক্তি ও সেবা নিয়ে কাজ করে। বাংলাদেশে বিভিন্ন প্রযুক্তি ও সেবা খাতের সঙ্গে তারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।