দেশে এইচটিসির নতুন ফ্ল্যাগশিপ ফোন উদ্বোধন
তাইওয়ানের মোবাইল নির্মাতা এইচটিসি ও বাংলাদেশের মোবাইল অপারেটর গ্রামীণফোন মিলে বাংলাদেশের বাজারে উন্মুক্ত করেছে ফ্ল্যাগশিপ ফোন এইচটিসি ওয়ান এ ৯।
রাজধানীর ওয়েস্টিন হোটেলে গতকাল ৩ ফেব্রুয়ারি নতুন এই ফ্ল্যাগশিপ ফোনটির ঘোষণা উপলক্ষে এইচটিসির দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট ফয়সাল সিদ্দিকী বলেন, বাংলাদেশের স্মার্টফোনের বাজার আকর্ষণীয়। এই বাজারকে লক্ষ্য করে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের আগেই বাংলাদেশের বাজারে ফ্ল্যাগশিপ এইচটিসি ওয়ান এ ৯ ফোন উন্মুক্ত করা হচ্ছে।
ফোনটির ফিচার প্রসঙ্গে এইচটিসির কর্মকর্তারা বলেন, অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ মার্সম্যালো চালিত ফোনটিতে রয়েছে আকর্ষণীয় ফিচার। পাঁচ ইঞ্চি মাপের ফোনটিতে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে। ১৪৩ গ্রাম ওজনের ফোনটি কোয়াড কোর প্রসেসর, তিন জিবি র্যাম, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ, পেছনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
এই ফোন পেতে আগাম ফরমাশ দেওয়া যাবে ৫ ফেব্রুয়ারি থেকে। ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ফরমাশ নেওয়া হবে। ১৪ ফেব্রুয়ারি থেকে এটি দেশে বিক্রি শুরু হবে। দাম হবে ৪৪ হাজার ৯৯০ টাকা। ফোনটিতে আগামী দুই মাস ২ জিবি ডেটা কিনলে চার জিবি ডেটা অফার দিচ্ছে গ্রামীণফোন।