আসুসের পঞ্চম প্রজন্মের নতুন প্রযুক্তির এক্স ৪৫৪ এলএ-৫০০৫ ইউ মডেলের নতুন ল্যাপটপ বাজারে এসেছে। এতে রয়েছে ২.০০ গিগাহার্টজ গতির পঞ্চম প্রজন্মের ইন্টেল কোরআই-৩ প্রসেসর, চার গিগাবাইট র্যাম, এক টেরাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, ১৪ ইঞ্চি এলইডি পর্দা, ইন্টেলের ইন্টিগ্রেটেড এইচডি গ্রাফিকস ইত্যাদি। ২.১০ কেজি ওজনের ল্যাপটপটি একনাগাড়ে ৪.৫ ঘণ্টা ব্যাকআপ দিতে সক্ষম। গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের বাজারে আনা দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপটির দাম ৩৫ হাজার টাকা। বিজ্ঞপ্তি।