সপ্তম প্রজন্মের ইনটেল প্রসেসরের লেনোভো আইডিয়াপ্যাড ৩১০ ল্যাপটপ বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। কোর আই৩ (৪ গিগাবাইট র্যাম) ও কোর আই৫ (৮ গিগাবাইট র্যাম) প্রসেসরের দুটি সংস্করণে পাওয়া যাচ্ছে আইডিয়াপ্যাড ৩১০। দুটি ল্যাপটপে ১৫.৬ ইঞ্চি পর্দা, এক টেরাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, ডলবি মিউজিক ও এনভিডিয়া ৯২০ এমএক্স গ্রাফিকস কার্ড আছে। কালো ও রুপালি রঙে পাওয়া যাবে। কোর আই৩ সংস্করণটির দাম ৪১ হাজার ৯০০ টাকা। কোর আই৫ সংস্করণের দাম ৫২ হাজার ৫০০ টাকা।
বিজ্ঞপ্তি