নারী উদ্যোক্তাদের জন্য ফেসবুকে বেচাকেনার মাধ্যম শপআপ
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে বিকিকিনির প্ল্যাটফর্ম ‘শপআপ’-এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। তিনি বলেন, ‘এ ধরনের প্ল্যাটফর্ম দেশীয় উদ্যোক্তাদের জন্য নতুন হলেও সম্ভাবনা অসীম।’ এ সময় আরও উপস্থিত ছিলেন এশিয়াটিক থ্রি সিক্সটির ব্যবস্থাপনা পরিচালক সারা যাকের, ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন অ্যান্ড সার্ভিস কোয়ালিটি জারা মাহাবুব।
৪ ফেব্রুয়ারি ফেসবুকের এক যুগ পূর্তির কথা মাথায় রেখেই শপআপ যাত্রা শুরু করে। শপফ্রন্ট সোশ্যাল লিমিটেডের উদ্যোগে ফেসবুকে তৈরি হয়েছে বেচাকেনার এ মাধ্যমটি। শুরু থেকেই যুক্ত হয়েছেন ৩০ জন নারী উদ্যোক্তা।
শপআপের উদ্যোক্তারা জানিয়েছেন, ফেসবুকে যেসব নারী উদ্যোক্তা পণ্য বিক্রি করেন, তাঁরা সপআপের মাধ্যমে সহজেই পণ্যের তালিকা সাজাতে এবং স্বয়ংক্রিয়ভাবে হিসাব-নিকাশ করতে পারবেন। ক্রেতারাও চাহিদা জানিয়ে পণ্য নিতে পারবেন। পাশাপাশি মন্তব্যও জানাতে পারবেন তাঁরা।
শপফ্রন্ট সোশ্যাল লিমিটেডের প্রতিষ্ঠাতা সিফাত সরোয়ার এই উদ্যোগ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, প্রায় ৭ হাজার ৫০০ নারী উদ্যোক্তা ফেসবুকে পণ্য বিক্রি করছেন। যাঁদের অধিকাংশেরই ই-কমার্স ওয়েবসাইট নেই। তাঁদের জন্যই শপফ্রন্ট সোশ্যাল লিমিটেডের এই উদ্যোগ। ফেসবুকে সপআপের পাতা ব্যবহার করে ভবিষ্যতে গ্রামাঞ্চলের নারী উদ্যোক্তারাও পণ্য বিক্রি করবেন—এটিই তাঁদের লক্ষ্য বলে জানান এ নারী উদ্যোক্তা। ওয়েব: www.shopup.com.bd। ফেসবুক: www.facebook.com/Shopup.com.bd।
এস এম নজিবুল্লাহ চৌধুরী