প্রতি সপ্তাহেই করোনা পরীক্ষা করতে হবে গুগল কর্মীদের
অমিক্রনের কারণে বিশ্বে আবারও বাড়ছে করোনার সংক্রমণ। টিকা নিয়েও করোনায় আক্রান্ত হচ্ছেন অনেকে। যুক্তরাষ্ট্রে প্রতিদিন কয়েক লাখ মানুষ আক্রান্ত হওয়ায় কর্মীদের প্রতি সপ্তাহেই করোনার পরীক্ষা বাধ্যতামূলক করেছে গুগল। নতুন এ পরিকল্পনার আওতায় যুক্তরাষ্ট্রে গুগলের কার্যালয়ে ঢুকতে হলে কর্মীদের অবশ্যই টিকা সনদ এবং প্রতি সপ্তাহে করোনা না থাকার প্রমাণ দেখাতে হবে।।
গুগলের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ক্যারিন ডিসালভো জানিয়েছেন, প্রতি সপ্তাহে করোনা পরীক্ষার ফলাফলের পাশাপাশি কর্মীদের অবশ্যই মানসম্পন্ন মাস্ক পরতে হবে। অতিথি বা ব্যবসায়িক প্রয়োজনে আসা ব্যক্তিদেরও এই নিয়ম মানতে হবে।
কর্মীদের স্বাচ্ছন্দে করোনা পরীক্ষার সুযোগ দিতে কিউ হেলথের সঙ্গে চুক্তি করেছে গুগল। চুক্তির আওতায় গুগলের কর্মীদের ঘরে গিয়ে করোনার পরীক্ষা করবে প্রতিষ্ঠানটি। কয়েক মিনিটের মধ্যে পরীক্ষার ফলাফল জানা যাবে।
গুগলের মূখপাত্র লরা লি এরিকসন জানিয়েছেন, সাময়িক সময়ের জন্য নেওয়া এ সিদ্ধান্ত এরই মধ্যে চালু হয়েছে। গুগলের সব কর্মী বিনা মূল্যে করোনা পরীক্ষার পাশাপাশি অন্যান্য চিকিৎসাসেবাও পাবেন। করোনা থেকে রক্ষা পেতেই এ উদ্যোগ।
সূত্র: দ্য ভার্জ, রয়টার্স