
১. পুরো ব্যাপারটাই হলো টাইমিং। এটা যেন ঠিকঠাক থাকে।
২. বিষয়টা যেন পীড়াপীড়ির মতো মনে না হয়।
৩. এমন ভাব করুন, যেন বিষয়টা নিয়ে আপনার কোনো মাথাব্যথাই নেই।
৪. আপনার লক্ষ্য সম্পর্কে ভালোভাবে জানুন, বুঝুন।
৫. আপনার উদ্দেশ্যের কথা কাউকে বলবেন না।
৬. সব সময় বিকল্প পরিকল্পনা ভেবে রাখুন।
৭. বিফল হলে গা ঢাকা দিন।
৮. সফল হলেও গা ঢাকা দিন।
৯. জবাব পাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করুন।
১০. নিজের কিছু তথ্য গোপন রাখুন।
বিগলাফ অবলম্বনে মেজবাহ হোসেন