বাজারে ম্যাপলের প্রাইম-৩

বাংলাদেশের বাজারে মোবাইল হ্যান্ডসেট নির্মাতা ম্যাপল এনেছে প্রাইম-৩ মডেলের অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন।

৪ ইঞ্চি আইপিএস ডিসপ্লের স্মার্টফোনটিতে রয়েছে ১.২ গিগাহার্টজ ডুয়েলকোর প্রসেসর ও ৫১২ মেগাবাইটের র‌্যাম।
৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি যুক্ত প্রাইম-৩ স্মার্টফোনটির পেছনে পাঁচ ও সামনে দুই মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
স্মার্টফোনটিতে দুই হাজার ২৫০ মিলি-অ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে। দুই সিম সুবিধার এই থ্রিজি সমর্থিত স্মার্টফোনটির দাম পাঁচ হাজার ৪৯০ টাকা।