বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীদের সাইবার প্রতিযোগিতা শুরু

দুই দিনের সাইবার ড্রিল শেষ হবে ২৪ আগস্ট
সংগৃহীত

সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়াতে আজ সোমবার শুরু হলো আন্তবিশ্ববিদ্যালয় সাইবার ড্রিল ২০২১। দুই দিনের ভার্চ্যুয়াল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পয়েন্ট অর্জনের মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করে যাবেন।

এবারের সাইবার ড্রিলে দেশের ১ হাজার ৪০০-এর বেশি শিক্ষার্থী অংশ নিয়েছেন বলে জানিয়েছে আয়োজক সংস্থা বাংলাদেশ কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট)। দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিতে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর বিধান অনুযায়ী বিজিডি ই-গভ সার্ট গঠন করা হয়।

সাইবার ড্রিলের মূল্যায়ন সাধারণত ‘ক্যাপচার দ্য ফ্ল্যাগ’ বা সিটিএফ পদ্ধতিতে হয়ে থাকে। সিটিএফের দুটি ধরন বেশি জনপ্রিয়—অ্যাটাক-ডিফেন্ড এবং জিওপার্ডি স্টাইল। অ্যাটাক-ডিফেন্ডে অংশগ্রহণকারী দলগুলো একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় নামে। নিজের সাইবার অবকাঠামো রক্ষার পাশাপাশি সাইবার হামলায় প্রতিপক্ষের নিরাপত্তা ভেঙে দিতে হয়।

অন্যদিকে জিওপার্ডি ধাঁচে সার্ভারে ‘ফ্ল্যাগ’ লুকানো থাকে। প্রতিযোগী দলগুলো একে অপরের আগে সেগুলো খুঁজে বের করার চেষ্টা করে। প্রতিটি ফ্ল্যাগের জন্য পয়েন্ট থাকে। যে দল যত বেশি ফ্ল্যাগ খুঁজে পাবে, তাদের পয়েন্টও তত বেশি হবে। এ পদ্ধতিতে একটি ড্যাশবোর্ডে সবার পয়েন্ট রিয়েল টাইম বা তাৎক্ষণিক দেখানো হয়। চলমান প্রতিযোগিতাটি জিওপার্ডি ধাঁচের।

প্রতিযোগিতা শেষে চূড়ান্ত ফলাফল জানা তো যাবেই, তবে তাৎক্ষণিক ফলাফল দেখা যাবে এখানে

সাইবার ড্রিলের সার্বিক সহায়তা ও তত্ত্বাবধানে থাকবে ডিজিটাল নিরাপত্তা এজেন্সি ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।