ব্রাউজার খুললেই চালু হবে প্রয়োজনীয় ওয়েবসাইট

ক্রোম ব্রাউজারে গ্রুপ ট্যাবছবি : স্ক্রিনশট

কাজের প্রয়োজনে আমরা অনেকেই ব্রাউজারে একসঙ্গে একাধিক ওয়েবসাইট খুলে থাকি। কম্পিউটার বন্ধ করলে ওয়েবসাইটগুলোর ট্যাবও বন্ধ হয়ে যায়। ফলে আবার কম্পিউটার চালুর সময় নতুন করে ওয়েবসাইটগুলো খুলতে হয়। তবে ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা চাইলেই গ্রুপ ট্যাব সুবিধা কাজে লাগিয়ে প্রয়োজনীয় ওয়েবসাইটগুলোর ঠিকানা সংরক্ষণ করতে পারেন। এর মাধ্যমে ব্রাউজার চালু করলেই স্বয়ংক্রিয়ভাবে প্রয়োজনীয় ওয়েবসাইটগুলো চালু হয়ে যাবে।

ক্রোম ব্রাউজারে গ্রুপ ট্যাব
ছবি : স্ক্রিনশট

গ্রুপ ট্যাব সুবিধা ব্যবহারের জন্য প্রথমে ক্রোম ব্রাউজারে প্রয়োজনীয় ওয়েবসাইটের ট্যাবের ওপর মাউস রেখে ডানে ক্লিক করতে হবে। এবার Add tab to group অপশনে ক্লিক করে Name this group অপশনে গ্রুপের নাম লিখতে হবে। চাইলে গ্রুপ ট্যাবের জন্য আলাদা রংও ব্যবহার করা যাবে। এবার পছন্দের ট্যাবগুলোকে একই গ্রুপে আনতে প্রয়োজনীয় ওয়েবসাইট নির্বাচন করে মাউসের ডান পাশে ক্লিক করতে হবে। এবার Add tab to group অপশনে আপনার তৈরি করা গ্রুপটি নির্বাচন করতে হবে। এভাবে প্রয়োজনীয় সব ওয়েবসাইট একই গ্রুপের মধ্যে চলে আসবে।

ব্রাউজার চালুর পরপরই স্বয়ংক্রিয়ভাবে গ্রুপ ট্যাব চালুর জন্য ক্রোমের On Startup অপশনে পরিবর্তন আনতে হবে। এ জন্য ক্রোমের ডান পাশের ওপরে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করে Settings নির্বাচন করতে হবে। এবার সেটিংসের বাঁ দিকের মেনু থেকে On startup মেনুতে ক্লিক করে Continue where you left off অপশন নির্বাচন করতে হবে।