সঠিক প্রশ্নোত্তর অংশ-১৯
প্রিয় সমাপনী পরীক্ষার্থী, আজ দেওয়া হলো ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ১ নম্বর প্রশ্নটি অর্থাৎ ‘সঠিক উত্তরটি খাতায় লেখ’-এর ওপর প্রশ্নোত্তর।
অধ্যায়-৩
১৯। কোন কাজ ভালো কাজের অন্তর্ভুক্ত?
ক. সময়মতো স্কুলে না যাওয়া
খ. ঠিকমতো পড়াশোনা না করা
গ. ছোট-বড় সদাচার ও সৎকাজ
ঘ. সময়মতো খাবারদাবার খাওয়া
উত্তর: গ. ছোট-বড় সদাচার ও সৎকাজ
২০। কোনটি মন্দকাজ?
ক. খারাপ ও অসৎ কাজ খ. সময়মতো স্কুলে যাওয়া
গ. ঠিকমতো পড়াশোনা করা ঘ. সালাত আদায় করা
উত্তর: ক. খারাপ ও অসৎ কাজ।
২১. কোনো অন্যায় কাজ হতে দেখলে আমাদের কী করা উচিত?
ক. কাউকে না বলা খ. সাহায্য করা
গ. চুপ থাকা ঘ. প্রতিবাদ করা
উত্তর: ঘ. প্রতিবাদ করা
২২. কোনো অন্যায় কাজে বাধা দিতে অসমর্থ হলে আমরা অন্যায় কাজটি অন্তরে ঘৃণা করব। এটি কোনো ধরনের ইমানের পরিচায়ক?
ক. দুর্বলতম খ. সাধারণ গ. অসাধারণ ঘ. সবলতম
উত্তর: ক. দুর্বলতম
২৩। ভালো কাজে একে অপরের সাহায্য করার জন্য নির্দেশ দিয়েছেন কে?
ক. মহান আল্লাহ তাআলা খ. হজরত মুহাম্মদ (সা.)
গ. আরব মনীষীগণ ঘ. হজরত ঈসা (আ.)
উত্তর: ক. মহান আল্লাহ তাআলা
২৪. ‘সততা’ মানে কী?
ক. অনুতপ্ত খ. সুন্দর গ. শান্তি ঘ. সত্যবাদিতা
উত্তর: ঘ. সত্যবাদিতা
২৫. নিজের স্বার্থ বড় করে না দেখা এবং অপরের স্বার্থ ক্ষুণ্ন হোক তা না চাওয়ার নাম কী?
ক. তওবা খ. সদ্ব্যবহার গ. সততা ঘ. জান্নাত
উত্তর: গ. সততা
২৬. যার মধ্যে সততার মহৎ গুণটি রয়েছে, তাকে কী বলা হয়?
ক. ভাগ্যবান ব্যক্তি খ. সৎ ব্যক্তি
গ. হূদয়বান ঘ. সাহসী ব্যক্তি
উত্তর: খ. সৎ ব্যক্তি
২৭. সৎ ব্যক্তিকে কারা বিশ্বাস করবে?
ক. আত্মীয়স্বজন খ. বন্ধুবান্ধব
গ. চরম শত্রুরাও ঘ. প্রতিবেশী
উত্তর: গ. চরম শত্রুরাও
২৮. একজন মানুষের কোন গুণ থাকলে ভালো কাজের দিকে পরিচালিত করে?
ক. সততা খ. ধনসম্পত্তি গ. ধৈর্য ঘ. স্বার্থপরতা
উত্তর: ক. সততা
২৯. ভালো কাজ মানুষকে কোথায় পৌঁছে দেয়?
ক. জাহান্নামে খ. জান্নাতে গ. মক্কায় ঘ. মদিনায়
উত্তর: খ. জান্নাতে
৩০. কোনটির অভাবে সমাজ আস্তে আস্তে ধবংসের পথে চলে যায়?
ক. নীতি ও আদর্শের
খ. স্বার্থপরতা ও বুদ্ধিমত্তার
গ. সত্যবাদিতা ও সততার
ঘ. মিথ্যাচারিতা ও আদর্শের
উত্তর: গ. সত্যবাদিতা ও সততার।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল