ভিডিওর গতি নিয়ন্ত্রণ করা যাবে টু্ইটারে

টুইটারে ভিডিওর গতি নিয়ন্ত্রণের ফিচারছবি : টুইটার

বন্ধুদের পাঠানো ভিডিওগুলো স্বাভাবিক গতির চেয়ে ধীরে বা দ্রুত দেখা যাবে টুইটারে। এ জন্য শিগগিরই নতুন ফিচার চালু করতে যাচ্ছে মাইক্রোব্লগিং সাইটটি। এরই মধ্যে বেশ কিছু অ্যান্ড্রয়েড ও ডেস্কটপ সংস্করণ ব্যবহারকারীদের ওপর ফিচারটির কার্যকারিতা পরখ করছে তারা।

নতুন ফিচারটি চালু হলে টুইটারে ভিডিওর ওপরে নীল রঙের বৃত্তের মধ্যে একটি চাকা আইকনের দেখা মিলবে। এতে ক্লিক করলেই ভিডিও ধীরে বা দ্রুত চালানোর জন্য বেশ কিছু অপশন আসবে। স্বাভাবিক গতির ভিডিওকে ধীরে চালানোর জন্য ০.২৫এক্স থেকে ০.৭৫এক্স অপশন নির্বাচন করতে হবে। আবার দ্রুত চালানোর জন্য নির্বাচন করতে হবে ১.২৫এক্স থেকে ১.৭৫এক্স অপশন। ফলে ভিডিওর গুরুত্ব বুঝে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী স্বচ্ছন্দে ভিডিও দেখার সুযোগ পাবেন।

এ বিষয়ে টুইটারের মুখপাত্র জোসেফ নানজ জানিয়েছেন, টুইটারে বিনিময় করা সব ভিডিওর পাশাপাশি ভয়েজ টুইট বার্তায়ও ফিচারটি ব্যবহার করা যাবে। শিগগিরই আইওএস অপারেটিং সিস্টেমের জন্যও ফিচারটি চালু করা হবে।

সূত্র: এনডিটিভি, দ্য ভার্জ