মাইক্রোসফটের পরবর্তী প্রধান নির্বাহী নাদেলা
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ঘোষণা করেছেন, প্রতিষ্ঠানটির ক্লাউড অ্যান্ড এন্টারপ্রাইজের প্রধান সত্য নাদেলা মাইক্রোসফটের পরবর্তী প্রধান নির্বাহী হচ্ছেন৷ ভারতীয় বংশোদ্ভূত নাদেলা স্টিভ বলমারের স্থলাভিষিক্ত হবেন৷ এদিকে বিল গেটস নিজে প্রতিষ্ঠানের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন৷ তিনি এখন থেকে প্রতিষ্ঠানটির প্রযুক্তিসংক্রান্ত উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব পালন করবেন৷ আর মাইক্রোসফটের ইনডিপেনডেন্ট িডরেক্টর জন থম্পসন নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন৷ বিবিসি৷