মাইক্রোসফটের পুরস্কার পেল আইলাইফ
কম খরচের প্রযুক্তি উদ্ভাবনের জন্য মাইক্রোসফটের ‘কমপিট পার্টনার ফর দ্য ইয়ার-২০১৭’ পুরস্কার জিতেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আইলাইফ ডিজিটাল টেকনোলজি। মধ্যপ্রাচ্যের বাজারে বাজেট সাশ্রয়ী প্রযুক্তি পণ্য বিপণনে সাফল্যের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দিয়েছে মাইক্রোসফট গালফ। মাইক্রোসফট প্রযুক্তি ব্যবহৃত পণ্যের মাধ্যমে ক্রেতা সন্তুষ্টি, পণ্যের মান ও বাজারে প্রভাবের বিচারে অংশীদার প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হয়।
বাংলাদেশের বাজারে আইলাইফের সাশ্রয়ী দামের ল্যাপটপ, ডেস্কটপ পিসি, ট্যাব ও মোবাইল ডিভাইস বাজারজাত করছে সুরভী এন্টারপ্রাইজ। দেশে সর্বনিম্ন ১৬ হাজার ৫০০ টাকায় জেনুইন উইন্ডোজচালিত জেড এয়ার ল্যাপটপ বিক্রি করে প্রতিষ্ঠানটি।
আইলাইফের বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত ‘নাইট অফ দ্য স্টারস’ অনুষ্ঠানে মাইক্রোসফট গালফের ডিভাইস সেলস ডিরেক্টর (কনজ্যুমার অ্যান্ড ডিভাইস সেলস) কেরিন বেলবিলিএন আইলাইফ ডিজিটাল টেকনোলজির এভিপি এরিক ভগতের হাতে পুরস্কার তুলে দেন।
কেরিন বেলবিলিএন বলেন, বর্তমানে বিশ্বের ৫০ কোটি ডিভাইসে উইন্ডোজ ১০ ব্যবহৃত হচ্ছে। আইলাইফ ভবিষ্যতে উইন্ডোজচালিত আরও নতুন পণ্য নিয়ে আসবে। বিজ্ঞপ্তি।