আমরা কখন কোথায় অবস্থান করছি, এটা কেউ না জানলেও মুঠোফোন কিন্তু ঠিকই জানে। কারণ, আমরা যেখানেই যাই না কেন, মুঠোফোন নিয়মিত আমাদের অবস্থান শনাক্ত করতে থাকে। কারণ, আমাদের অবস্থানের তথ্য মুঠোফোন থেকে সংগ্রহ করেই ফেসবুক বা গুগলের মতো বড় প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপন প্রচার করে থাকে। তবে চাইলেই মুঠোফোনের লোকেশন ইতিহাস মুছে ফেলা যায়। লোকেশন ইতিহাস ক্যাশে জমা হয়, এতে মুঠোফোনের গতি কমে যেতে পারে। সে কারণে জমে থাকা লোকেশন ইতিহাস মুছে ফেলা যেতেই পারে।
আইওএসে লোকেশন ইতিহাস
আইওএস অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রে লোকেশনের ইতিহাস মুছে ফেলার জন্য প্রথমে সেটিংস অ্যাপ চালু করে Privacy মেনুতে প্রবেশ করতে হবে। এবার Location Services-এ ট্যাপ করে একদম নিচে এসে System Services অপশন নির্বাচন করতে হবে। এরপর নিচে থাকা Significant Locations অপশনে ক্লিক করতে হবে। টাচ আইডি বা পিন ব্যবহার করে অপশনটিতে প্রবেশ করলেই আপনি কবে কখন কোন জায়গায় অবস্থান করেছিলেন, তা দেখা যাবে। এবার Clear History চাপলেই আপনার অবস্থানের সব তথ্য মুছে যাবে।
অ্যানড্রয়েডের লোকেশন ইতিহাস
অ্যানড্রয়েডের লোকেশন সেবার ইতিহাস মুছে ফেলার জন্য ফোনের সেটিংস অ্যাপ চালু করে নিচে থাকা Location অপশন ট্যাপ করুন। এবার Use location অপশন বন্ধ করে Location History নির্বাচন করলেই আপনি কবে কখন কোন জায়গায় অবস্থান করেছিলেন, তা দেখা যাবে। এবার নিচে থাকা Delete Location History নির্বাচন করলেই মুঠোফোনের লোকেশন সেবার সব তথ্য মুছে যাবে।