মেলা প্রাঙ্গণেই ৫২ জনের চাকরি

চাকরি মেলার উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ (মাঝে)ছবি: সংগৃহীত

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) আয়োজিত মেলায় এসে সরাসরি চাকরি পেয়েছেন কম্পিউটার প্রশিক্ষণ পাওয়া ৫২ প্রতিবন্ধী ব্যক্তি। বিভিন্ন চাকরিদাতা প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন আরও ৩১০ জন। আজ রাজধানীর আগারগাঁওয়ের এনজিও–বিষয়ক ব্যুরোতে প্রতিবন্ধীদের জন্য এ চাকরি মেলা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাঁচ শতাধিক প্রতিবন্ধী ব্যক্তি সরাসরি অংশ নেন।
দিনব্যাপী এ মেলায় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানসহ ৫২টি প্রতিষ্ঠান অংশ নেয়। মেলা প্রাঙ্গণেই প্রার্থীদের কম্পিউটার ব্যবহারের দক্ষতা যাচাই করার পাশাপাশি সরাসরি সাক্ষাৎকার নিয়েছে প্রতিষ্ঠানগুলো।

সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি) ও এনজিও–বিষয়ক ব্যুরোর সহযোগিতায় আয়োজিত এ মেলার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ। তিনি বলেন, ১০ বছর আগেও মনে করা হতো, প্রতিবন্ধীরা সমাজের বোঝা। তবে সরকারের ইতিবাচক পদক্ষেপ ও প্রযুক্তির কল্যাণে সে ধারণা এখন অনেক বদলেছে। প্রতিবন্ধী ব্যক্তিদের অক্ষমতা না দেখে, তাঁদের সুপ্ত প্রতিভা খুঁজে বের করতে হবে। এ জন্য ব্যক্তি ও সমাজের মনোভাবের পরিবর্তন জরুরি। প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠান ও চাকরির ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম, এনজিও–বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম তারিকুল ইসলাম এবং সিএসআইডির নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম, সূচনা ফাউন্ডেশনের প্রধান পরিচালন কর্মকর্তা ডা. সাকী খন্দকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মো. আবদুল মান্নান।