রংপুরে উবার মোটোর যাত্রা শুরু

উবারের বাংলাদেশ ও পূর্ব ভারত প্রধান আরমানুর রহমান কার্যক্রম উদ্বাধন করেনউবার বাংলাদেশ

রংপুরে কার্যক্রম শুরু করেছে উবার। এর মাধ্যমে দেশের সব বিভাগে যাত্রী পরিবহন শুরু করল প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে অ্যাপের মাধ্যমে প্রতিষ্ঠানটির মোটরবাইক সেবা ‘উবার মোটো’ ব্যবহার করা যাবে।

এক বিবৃতিতে উবারের বাংলাদেশ ও পূর্ব ভারত প্রধান আরমানুর রহমান বলেন, ‘আজ রংপুরে যাত্রা শুরুর মাধ্যমে আমরা দেশের আটটি বিভাগের প্রতিটিতে আমাদের কার্যক্রমের বিস্তার ঘটানোর মাইলফলক অর্জন করলাম।’ বিজ্ঞপ্তি।