রোজার সময় যে অ্যাপগুলো কাজে লাগবে

রমজান ক্যালেন্ডার ২০১৯
পবিত্র রমজান মাস উপলক্ষে রোজাদারদের সুবিধার জন্য অ্যাপটি বানানো হয়েছে। অ্যাপটির মাধ্যমে আপনি চাইলেই বাংলাদেশের যেকোনো জেলার সাহ্​রি ও ইফতারের সময়সূচি জানতে পারবেন।
অ্যাপে প্রতিদিনের সাহ্​রির শেষ সময় ও ইফতারের সময়সূচি অ্যালার্ম আকারে পাওয়া যাবে। আরও আছে রমজান সম্পর্কিত বিভিন্ন দোয়া, হাদিস ইত্যাদি।
নামানোর ঠিকানা:
http://bit.ly/2IZk6tk

মাহে রমজান ২০১৯
এই অ্যাপে ১৪৪০ হিজরি সালের রমজান মাসের সাহ্​রি ও ইফতারের সময়সূচি আছে। সঙ্গে আছে সাহ্​রি ও ইফতারের আগে পুশ আকারে দেওয়া বিজ্ঞপ্তির (নোটিফিকেশন) সুবিধা। রোজার নিয়ত এবং ইফতারের দোয়া, তাসবিহ এবং আল্লাহর ৯৯টি নামও পাওয়া যাবে এতে। অ্যাপের নকশাও বেশ নজরকাড়া।
নামানোর ঠিকানা:
http://bit.ly/2Y5h6Ps

মাহে রমজান সময়সূচি ২০১৯
জেলাভিত্তিক ইফতার ও সাহ্​রির সময়সূচি থেকে শুরু করে ইফতারের দোয়া ও রোজার নিয়ত জানা যাবে এতে। আরও পাবেন ইফতারের সুন্নত আমলসমূহ। অ্যাপটিতে রোজা ভঙ্গের ও মাকরুহ হওয়ার কারণসমূহ জানা যাবে।
নামানোর ঠিকানা:
http://bit.ly/2VMFGXK

গ্রন্থনা: রাকিবুল হাসান