default-image

ছবি আঁকার জন্য বিশেষ অ্যালগরিদমযুক্ত রোবটটির চোখে বসানো হয়েছে ক্যামেরা। এই ক্যামেরা দিয়েই মানুষের মতো চারপাশের দৃশ্য দেখার পাশাপাশি ছবি আঁকে রোবটটি। ছবি আঁকার জন্য প্রয়োজনীয় রং নিজেই মেশাতে সক্ষম রোবটটির দেখা মিলেছে লন্ডনের এক অনুষ্ঠানে।

সূত্র: এএফপি

প্রযুক্তি থেকে আরও পড়ুন
মন্তব্য করুন