শীর্ষ দশ ব্র্যান্ডের ছয়টি তথ্যপ্রযুক্তির

সম্প্রতি প্রকাশিত বিশ্বের শীর্ষ দশ ব্র্যান্ডের তালিকায় থাকা ছয়টি প্রতিষ্ঠানই তথ্যপ্রযুক্তি খাতের। ইন্টারব্র্যান্ড প্রকাশিত এ তালিকা অনুযায়ী কোমল পানীয় কোকা-কোলাকে পেছনে ফেলে শীর্ষ ব্র্যান্ড হিসেবে জায়গা করে নিয়েছে অ্যাপল কম্পিউটার। চলতি বছরের তালিকায় সেরা ১০০টি ব্র্যান্ডের নাম উল্লেখ করা হয়েছে। এতে শীর্ষ দশের মধ্যে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে প্রথম স্থানে রয়েছে অ্যাপল, দ্বিতীয় স্থানে রয়েছে সার্চ ইঞ্জিন গুগল, চতুর্থ স্থানে রয়েছে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম, পঞ্চম স্থানে মাইক্রোসফট, অষ্টম স্থানে স্যামসাং এবং নবম স্থানে রয়েছে প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল।
প্রকাশিত তথ্য অনুযায়ী বর্তমানে অ্যাপলের মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে নয় হাজার ৮৩১ কোটি ডলার, গুগলের নয় হাজার ৩২৯ কোটি ডলার, আইবিএমের সাত হাজার ৮৮০ কোটি ডলার, মাইক্রোসফটের পাঁচ হাজার ৯৫৪ কোটি ডলার, স্যামসাংয়ের তিন হাজার ৯৬১ কোটি ডলার এবং ইন্টেলের আয়ের পরিমাণ তিন হাজার ৭২৫ কোটি ডলার। এর মধ্যে অ্যাপলের আয় বৃদ্ধির পরিমাণ ২৮ শতাংশ এবং গুগলের আয় বৃদ্ধির পরিমাণ ৩৪ শতাংশ। তালিকা অনুযায়ী সেরা ২০ শীর্ষ ব্র্যান্ডের মধ্যে সব মিলিয়ে তথ্যপ্রযুক্তি ব্র্যান্ডের সংখ্যা দশটি। প্রথম সেরা ১০ তালিকার বাইরে থাকা অন্য ব্র্যান্ডগুলো হচ্ছে সিসকো (১৩তম), এইচপি (১৫তম), ওরাকল (১৮তম) এবং আমাজন (১৯তম)। এ তালিকার বিস্তারিত: www.interbrand.com।
—ইন্টারব্র্যান্ড ডট কম অবলম্বনে নুরুন্নবী চৌধুরী