সবই থাকবে এক অ্যাপ স্টোরে!
উইন্ডোজ ফোন স্টোর আর উইন্ডোজ স্টোর এ দুটিকে একীভূত করার পরিকল্পনা করেছে মাইক্রোসফট। ২০১৪ সাল নাগাদ উইন্ডোজ প্ল্যাটফর্মের জন্য একটি অ্যাপ্লিকেশন স্টোর চালু করবে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফটের একীভূত অ্যাপ স্টোর থেকে উইন্ডোজনির্ভর সব পণ্যের জন্য অ্যাপ্লিকেশন ডাউনলোড করার সুবিধাই থাকবে। এ ছাড়াও উইন্ডোজ ৮এর সব প্ল্যাটফর্মেই একই অ্যাপ্লিকেশন ব্যবহার করা সম্ভব হবে।
উইন্ডোজ ফোন ৮ নির্ভর স্মার্টফোনের কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করলে সেই অ্যাপ্লিকেশনটি স্বয়ংক্রিয়ভাবেই উইন্ডোজনির্ভর ট্যাবলেট ও কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। আবার উইন্ডোজ নির্ভর ডেস্কটপে তা ডাউনলোড করলে স্মার্টফোন ও ট্যাবলেটেও এটি ব্যবহার করা যাবে। ফলে একই অ্যাপ্লিকেশন উইন্ডোজের আলাদা প্ল্যাটফর্মের জন্য আলাদাভাবে ডাউনলোড করার প্রয়োজন পড়বে না।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ‘দ্য ভার্জ’ এক খবরে জানিয়েছে, উইন্ডোজ ফোন ৮ ও উইন্ডোজ ৮ নির্ভর পণ্যগুলোতে অ্যাপ্লিকেশন ব্যবহার আরও সহজ করতে মাইক্রোসফট এ ধরনের উদ্যোগ নিতে যাচ্ছে।
মাইক্রোসফটের অপারেটিং সিস্টেমবিভাগের কর্মকর্তা টেরি মেয়ারসন জানিয়েছেন, মাইক্রোসফটের অভ্যন্তরীণ এক সভায় একটি উইন্ডোজ প্ল্যাটফর্ম রাখার সিদ্ধান্ত হয়েছে। উইন্ডোজ ফোন ও উইন্ডোজ ট্যাবলেট, পিসিতে কীভাবে অ্যাপ্লিকেশন কাজ করবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মাইক্রোসফট। প্রযুক্তি বিশ্লেষকেরা অবশ্য ধারণা করছেন, অ্যাপলের অ্যাপ স্টোরের অনুকরণে বা গুগলের প্লেস্টোরের মতো করে নিজেদের অ্যাপ স্টোর তৈরি করবে মাইক্রোসফট।